Dipawali Liquor Sales make new record in this state selling Rs 25 Crore

দীপাবলির রাতেই ২৫ কোটির মদ বিক্রি! এবছর সুরাপানে রেকর্ড করল দেশের এই শহর

পার্থ মান্নাঃ দেশের বহু এমন মানুষ আছেন যার সুরাপ্রেমে আসক্ত। অবশ্য এমনও অনেক মানুষ আছেন যারাশুধুমাত্র উৎসবে দিনে মদ্যপান করতে পছন্দ করেন। তাই স্বাভাবিকভাবেই উৎসবের মরসুমে বিক্রি বেড়ে যায় মদের। কম বেশি প্রতিবছরই রেকর্ড পরিমাণ বিক্রি হয় অক্টোবর থেকে নভেম্বর মাসের কিছুদিনের মধ্যেই। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবছর সবচেয়ে বেশি মদ বিক্রি হল কোথায়? আর কত টাকার? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

দীপাবলির মরশুমে রেকর্ড মদ বিক্রি

এবছর ব্যাপক পরিমাণ মদ বিক্রি হয়েছে দীপাবলির কয়েকদিনের মধ্যেই। জানা যাচ্ছে ২৯শে অক্টোবর থেকে ১ লা নভেম্বর পর্যন্ত শুধুমাত্র ৪ দিনেই ২৫ কোটি পেরিয়েছে বিক্রি পরিমাণ। গতবছরের তুলনায় এবছর ২৫% বেড়েছে বিক্রি এমনটাই জানাচ্ছে আবগারি দফতর। এবার প্রশ্ন হল কোথায় বিক্রি হল এত টাকার মদ? উত্তর হল দিল্লির নয়ডাতে।

গত বছরের রেকর্ড ব্রেক

পরিসংখ্যান বলছে ২০২২ সালে অক্টোবর মাসে মোট মদ বিক্রির প্ৰমাণ ছিল ২০৪ কোটি টাকা। এরপর ২০২৩ সালে সেই বিক্রি বেড়ে হয়েছিল ২৫০ কোটি টাকা। তবে এবছর আরও ৭ কোটি বেড়ে ২৫৭ কোটি টাকা মদ বিক্রি হয়েছে শুধুমাত্র অক্টোবর মাসে। যেটা গতবছরের রেকর্ডও ভেঙে গিয়েছে।

উৎসবের মরশুমে বাংলায় মদ বিক্রি

পুজোর মরশুমে বাংলাও পিছিয়ে নেই মদ বিক্রির দিক থেকে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে শুধুমাত্র ষষ্ঠী থেকে লক্ষী পূজা পর্যন্তই পুরুলিয়া জেলায় ২৩ কোটি ৬৬ লক্ষ ৬৮ হাজার টাকার মদ বিক্রি হয়েছে। গতবছর এই টাকার পরিমাণ ছিল ১৯ কোটির বেশি। এদিকে বাকুড়াতেও এবছর পুজোর দিনগুলিতে ১০ কোটি ৩৫ লক্ষ ৫৯ হাজার টাকারর বেশি মূল্যের মদ বিক্রি হয়েছে বলে খবর মিলেছে।

আবগারি দফতরের রিপোর্ট অনুযায়ী এবছর লক্ষ ৭৫ হাজার লিটারেরও বেশি দেশি মদ ও ১ লক্ষ লিটারেরও বেশি বিদেশী মদ বিক্রি হয়েছে পুজোর মরশুমে। এখানেই শেষ নয়, পুজোর পরেও নাকি ২৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে জেলার বিভিন্ন মদের দোকান থেকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X