New Jalpaiguri to Bagdogra Airport New Train Line to reduce pressure from NJP Line

বাগডোগরা থেকে ট্রেনে করেই সোজা NJP, চাপ কমাতে তৈরী হচ্ছে নতুন রেলপথ

পার্থ মান্নাঃ প্রায় প্রতি সপ্তাহেই রেলের তরফ থেকে নতুন কোনো প্রজেক্ট বা নতুন ট্রেন থেকে শুরু করে নানা ধরণের ঘোষণা এসেই চলেছে। আসলে গোটা দেশ জুড়ে রেল ব্যবস্থাকে উন্নত করে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। আর এবার সুখবর মিলল উত্তরবঙ্গ নিয়ে। নতুন রেলপথ তৈরী হতে চলেছে উত্তরবঙ্গ যাওয়ার জন্য যার ফলে ঘোষপুকুর, টি থেকে সোনাপুরের উপর দিয়ে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি।

উত্তরবঙ্গ যাওয়ার নতুন রেলপথ

আসলে বাঙালির ঘুরতে যাওয়র প্রিয় ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হল দার্জিলিং জলপাইগুড়ি। সেখানে যেতে গেলে নামতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে। তাই সারাবছরই এই লাইনে ট্রেনের চাপ থাকে অত্যাধিক। তাই নিউ জলপাইগুড়ি ও রাঙাপানির উপর কিছুটা চাপ কমানো ও বাগডোগরা বিমানবন্দরের সাথে সংযোগ তৈরির জন্যই এই নতুন রেলপথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই রেলপথ তৈরী হয়ে গেলে সড়ক পথের পাশাপাশি রেলপথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হাওর পাশাপাশি চিকেন নেকের সুরক্ষাও বাড়বে। তাছাড়া ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে, যেটা আগামী বছরের মধ্যেই শেষ হয়ে যাওয়র কথা। সেটা হলে স্টেশনের উপরে ট্রেনের চাপ আরও বাড়বে। এদিকে বাগডোগরা বিমানবন্দরেও আপগ্রেডেশনের কাজ চলছে। সব ঠিক মত চললে আগামী ২ বছরেই কাজ শেষ হবে আর আরও বেশি বিমান ওঠানামা সম্ভব হবে। তখন যোগাযোগ ব্যবস্থার উপরেও অত্যাধিক চাপ পড়বে। তাই আগে থেকেই নতুন রেলপথ তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শীঘ্রই শুরু হতে পারে বাগডোগরা-এনজেপি নতুন রেলপথের কাজ

রেলের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, এবছরে শুরুতেই সমীক্ষার কাজ শুরু করা হয়। যার ফলে বাগডোগরা-ঘোষপুকুর-বিধাননগর-সোনাপুর-তিনমাইল হাট রেল রুট তৈরির জন্য অনুমোদন মিলেছে রেল বোর্ডের তরফ থেকে। আশা করা হচ্ছে নভেম্বর মাসে আর্থিক বরাদ্দ সঙরাং যে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে হবে সেখানে এই সম্পর্কে কথা উঠতে পারে। যদি অনুমোদন পাওয়া যায় তাহলে শীঘ্রই কাজ শুরু করা হবে।

জানা যাচ্ছে, রেলপথের জন্য জমি সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের সাথে রেলের কথা হয়েছে। রাজ্য সরকার জমির ব্যাপারে সাহায্য করার আশ্বাস দিয়েছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান, ‘রেলের এই সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। রেলপথ চালু হলে একদিকে যেমন পর্যটন বাড়বে তেমনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন দিশা মিলবে’।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X