পার্থ মান্নাঃ আরজি করে ঘটনার পর থেকেই রাজ্যে নারী সুরক্ষার প্রতি সরকার বিশেষ ভাবে নজর দিয়েছে। একদিকে যেমন রাত্তিরের সাথী প্রকল্পের সূত্রপাত করা হয়েছে তেমনি পিঙ্ক পুলিশের স্পেশাল টিম নামানো হয়েছে। আর এবার জানা যাচ্ছে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে উত্তরবঙ্গেও চালু হচ্ছে ‘লেডিস স্পেশাল বাস’। কোন রুটে চলবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
মহিলা সুরক্ষায় নতুন পদক্ষেপ রাজ্যের
গত অগাস্ট মাসে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের পর থেকেই মিহলাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে যাতায়াতের পথে নিরাপত্তার দাবিতে সরব হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। এরপর সরকারের তরফ থেকেও বেশ কিছু প্রকল্প চালু করা হয়। তবে এবার যান যাচ্ছে যাতায়াতের পথে মহিলা সুরক্ষা বৃদ্ধি করতে ‘লেডিস স্পেশাল বাস’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC।
উত্তরবঙ্গে চালু হচ্ছে ‘লেডিস স্পেশাল বাস’ সার্ভিস
যেমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গের উপনির্বাচন শেষ হলেই লেডিস স্পেশাল বাস চালু করা হবে। যেটি কোচবিহার থেকে আলিপুরদুয়ার রুটে যাত্রা করবে। প্রাথমিকভাবে দুটি বাস নামানো হচ্ছে। যেখানে যাত্রীদের পাশাপাশি কন্ডাক্টরও মহিলা হবেন। আর বাসের গায়ে গোলাপি রং দিয়ে ‘লেডিস পেশাল’ লেখা থাকবে।
এই প্রথম NBSTC এর তরফ থেকে লেডিস স্পেশাল বাস চালু করা হল। তবে আগামীদিনে ভালো সাড়া পাওয়া গেলে শিলিগুড়ি-জলপাইগুড়ি, কোচবিহার-দিনহাটা রুটেও একই ধরণের বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
NBSTC চেয়ারম্যানের বক্তব্য
নতুন বাস চালু হওয়ার প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘পুজোর আগেই বোর্ড মিটিংয়ে লেডিস স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও উপনির্বাচন ঘোষণা হওয়ার ফলে এখনও রাস্তায় বাস নামেনি। তবে ইতিমধ্যেই বাস রেডি হয়ে গিয়েছে। উপনির্বাচন শেষ হলেই সেগুলি রাস্তায় নামিয়ে দেওয়া হবে’।