More than 500 Special Trains announced by Indian Railway to tackle Festival Season return Rush

উৎসব শেষে ফেরার চিন্তা? মিলবে ১০০% কনফার্ম টিকিট! ৫০০ এর বেশি স্পেশাল ট্রেন ঘোষণা রেলের

পার্থ মান্নাঃ অক্টোবর মাসের শুরু থেকেই গোটা দেশে চলছে উৎসবের মরশুম। আর উৎসব মানেই দেশের ভিন্ন প্রান্ত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সকলে। আর যাতায়াতের সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হিসাবে এই সময় মারাত্মক চাপ পরে ভারতীয় রেলের উপরে। প্রতিবারেই উৎসবের সিজেনে অতিরিক্ত ট্রেন চালানো হয়। এবারেও ব্যতিক্রম হয়নি। দুর্গাপুজো, কালীপুজো থেকে শুরু করে ছট পুজো উপলক্ষে গোটা দেশে কয়েক হাজার স্পেশাল ট্রেন চলেছে। তবে এবার উৎসব শেষে সকলে ফের একবার কাজে ফিরবেন যার ফলে নতুন করে রিটার্ন রাশ দেখা যাবে। তাই আগে ভাগেই বড় ঘোষণা এল ভারতীয় রেলের পক্ষ থেকে।

ছট পরবর্তী সময়ে স্পেশাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের

১৪০ কোটি মানুষের দেশের বিভিন্ন প্রান্ত থেকে দীপাবলি ও ছট পুজো পালনের জন্য বাড়ি ফেরেন লক্ষ লক্ষ মানুষেরা। আর উৎসবের ছুটি শেষে আসে কাজের ফেরার পালা। তাই এই সময় আবারও ট্রেনের টিকিট পাওয়া যেমন দুষ্কর হয়ে ওঠে তেমনি যাত্রাও বেশ কঠিন হয়ে যায়। তবে এবার উৎসব পরবর্তীকালের রাশ সামাল দেওয়ার জন্য ৫০০ এরও বেশি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

৫০০ এরও বেশি স্পেশাল ট্রেন চলবে ছট পুজোর পর

৭ ও ৮ই নভেম্বর ছট পুজো, এর পরেই শুরু হবে কাজের ফেরার পালা। তাই অতিরিক্ত টিকিটের চাহিদা পূরণের জন্য সমস্তিপুর, দানাপুর ইত্যাদি সেকশনে একাধিক স্পেশাল চালু করা হচ্ছে। এক্ষেত্রে বলে রাখা ভালো শুধুমাত্র ৪ঠা নভেম্বর ২৪ ঘন্টায় ১ কোটি ২০ লক্ষ ৭২ হাজারেরও বেশি মানুষ ট্রেনে সফর করেছেন। যেটা পৃথিবীর বেশ কয়েকটি দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি।

স্পেশাল ট্রেনের তালিকা ও সময় সূচি

আগামীকাল অর্থাৎ শুক্রবার ৮ই নভেম্বর থেকেই স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে ৮ তারিখ মোট ১৬৪ টি অতিরিক্ত ট্রেন চলবে। এরপর ৯ই নভেম্বর ১৬০ টি ও ১০ই নভেম্বর ১৬১ টি স্পেশাল ট্রেন চালানো হবে। এখানেই শেষ নয়, ১১ই নভেম্বরেও ১৫৫ টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X