পার্থ মান্নাঃ সবেমাত্র শেষ হয়েছে উৎসবের মরশুম। আর কিছুদিনের মধ্যেই বিয়ের সিজেন শুরু হবে। আর বিয়ের গহনা বানাতে গেলেই রীতিমত চোখ কপালে উঠছে আমজনতার। কারণ বিগত কয়েকমাসে হু হু করে বেড়েছে সোনার দাম। তবে ধনতেরেসে যতটা দাম বেড়েছিল তার তুলনায় এখন বেশ কিছুটা কমই রয়েছে সোনার দাম। বিশেষ করে ১৮ ক্যারেট সোনা প্রতিগ্রামে ৬০০০ টাকারও কমে বিক্রি হচ্ছে। তাই যদি আজ সোনা কেনার ইচ্ছা থাকে তাহলে দেখে নিন কলকাতায় সোনা ও রুপার রেট কত চলছে।
আজ ২২ ক্যারেট সোনার দাম
আজ কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চাইলে প্রতি গ্রামের জন্য ৭২৮৫ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রাম সোনার জন্য ৭২ হাজার ৮৫০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা খরচ হবে। তবে বিগত ২৪ ঘন্টায় দশ গ্রাম সোনার দাম ৮৫০ টাকা ও একশো গ্রাম সোনার দাম ৮৫০০ টাকা বেড়ে গিয়েছে।
আজ ২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনা কিনতে চাইলে খরচ একটু বেশি হবে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৯৪৭ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনা কিনতে চাইলে ৭৯ হাজার ৪৭০ টাকা ও ১০০ গ্রাম সোনা কিনতে চাইলে ৭ লক্ষ ৯৪ হাজার ৭০০ টাকা খরচ হবে। তবে এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ৯১০ টাকা ও একশো গ্রামের জন্য ৯১০০ টাকা দাম বেড়ে গিয়েছে গতকালের তুলনায়।
আজ ১৮ ক্যারেট সোনার দাম
যদি ১৮ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য ৫৯৬১ টাকা খরচ পড়বে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৫৯ হাজার ৬১০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৯৬ হাজার ১০০ টাকা খরচ পড়বে। এক্ষেত্রে গতকালের তুলনায় দশ গ্রামের জন্য ৭০০ টাকা দাম বেড়েছে।
আজ রুপার দাম
সোনার পর সবচেয়ে জনপ্রিয় গহনা ধাতু হল রুপা। আজ যদি রুপা কিনতে চান তাহলে ১০ গ্রাম রুপার জন্য ৯৪০ টাকা ও ১০০ গ্রাম রুপার জন্য ৯৪০০ টাকা খরচ হবে। অর্থাৎ আজ ৯৪,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে রুপা। যেটা গতকালের তুলনায় ১০০০ টাকা বেশি।