পার্থ মান্নাঃ আজ থেকে কয়েক বছর আগেও গঙ্গার নিচে দিয়ে যাতায়াত করা যাবে একথা ভাবতেও পারেন না কেউ। তবে সেই অসাধ্য সাধন সম্ভব হয়েছে কলকাতা মেট্রোর দৌলতে। গঙ্গার নিচে সুড়ঙ্গ বানিয়ে হাওড়া ও কলকাতাকে জুড়ে দেওয়া হয়েছে। যার ফলে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াতের সময় থেকে খরচ দুটোই কমেছে। তবে এবার জানা যাচ্ছে আরও একটি সুড়ঙ্গ তৈরী হতে চলেছে গঙ্গার নিচে দিয়ে।
গঙ্গার নিচে তৈরী হবে দ্বিতীয় সুড়ঙ্গ
সম্প্রতি জানা যাচ্ছে গঙ্গার নিচে আরও একটি সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে মেট্রোর জন্য নয় বরং মালবাহী ট্রাক কলাচলের জন্য তৈরী করে হবে এই রাস্তা। ইতিমধ্যেই নাকি রাজ্য সরকারের সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনাও সম্পন্ন হয়েছে।
সব ঠিক থাকলে হয়তো আগামী বছর থেকেই কাজ শুরু হয়ে যেতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মোট ১৫ কিমির রাস্তা তৈরী করা হবে। যার মধ্যে ৮ কিমি মত পথ গঙ্গার নিচে দিয়ে হতে পারে। এর জন্য প্রায় ১১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
কলকাতা-হাওড়ার মাঝে সুড়ঙ্গ পথ বানাবে কেন্দ্র
যেমনটা জানাযাচ্ছে ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের আওতায় এই রাস্তা তৈরী করা হবে। যেটা তৈরী হয়ে গেলে কলকাতার বন্দর থেকে খুব সহজেই মালবাহী ট্রাকগুলি জাতীয় সড়কে পৌঁছাতে পারবে। তৈরী হয়ে গেলে একদিকে যেমন বন্দর এলাকার সাথে যোগাযোগ উন্নত হবে তেমনি হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতুর উপরেও গাড়ির চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
কবে থেকে শুরু হচ্ছে কাজ?
আনন্দবাজারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর ও জাতীয় সড়ককে যুক্ত করার জন্য ২০২২ সাল থেকেই পরিকল্পনা চলছে। তবে এবার নতুন সুড়ঙ্গ পথের প্রস্তাব আসতে কিভাবে কাজটা সম্ভব হবে তা নিয়ে সমীক্ষার কাজ চালু করা হয়েছে।
নতুন সুড়ঙ্গ পথের প্রসঙ্গে জানা মন্ত্রী শান্তনু ঠাকুরও নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি জানান, ‘প্রস্তুতি চলছে খুব শীঘ্রই সুড়ঙ্গ তৈরির কাজ চালু হবে। গঙ্গার নিচে দিয়ে মোট ৮ কিমি দীর্ঘ সুড়ঙ্গ তৈরী হতে পারে যার জন্য প্রাথমিকভাবে ১১ হাজার কোটি টাকার খরচ ধার্য্য করা হয়েছে’।