পার্থ মান্নাঃ আবারও এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা। সাত সকালে দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছেই লাইনচ্যুত হল শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। জানা যাচ্ছে ট্রেনের মোট ৪টি কোচ লাইন থেকে বেরিয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের তেমন কোনো খবর মেলেনি। খবর পাওয়া মাত্রই রেলের আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।
সাত সকলকে কলকাতার কাছেই দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেন
যেমনটা জানা যাচ্ছে হাওড়া থেকে খড়্গপুর যাওয়র পথে নলপুর স্টেশনের কাসাহেই দুর্ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ শনিবার ভোর ৫টা ৩০ নাগাদ। যে চারটি বগি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে একটি ছিল পার্সেল ভ্যান। দুর্ঘটনার সময় ঝাকুনি দিয়ে উপরে রাখা জিনিসপত্র পড়ে যাওয়ায় যাত্রীরা ভয় পেয়ে যান। এরপরেই যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পরে।
লাইনচ্যুত শালিমার সেকেন্দ্রাবাদের চার বগি
প্রাথমিকভাবে জানা যাচ্ছে এক নম্বর লাইনে যাওয়ার বদলে ভুল করে দুই নাম্বার লাইনে ঢুকে পড়ে ট্রেনটি। যে কয়েকজন এই দুর্ঘটনায় আঘাত পেয়েছেন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রেনের গতি কম ছিল ও ড্রাইভার তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেওয়ায় বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে রেলের পুলিশ ও আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন ও যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে নামানো হয়েছে।
কিভাবে ঘটল দুর্ঘটনা?
দুর্ঘটনার পর প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঠিক কি কারণে এমনটা হল তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের লাইনের সমস্যা থাকার দরুন এমনটা হল নাকি ড্রাইভারের কোনো ত্রুটিতে এমনটি হল সেটার তদন্ত চলছে। তবে সূত্রমতে ভুল লাইনে ঢুকে পড়ার কারণেই এই দুর্ঘটনা হয়েছে।
দক্ষি পূর্ব রেলের ট্রেন চলাচল ব্যাহত
এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য হাওড়া ও খড়্গপুর রেল লাইনের ট্রেন যাতায়াতথমকে যায়। যে চারটি বগি লাইন থেকে বেরিয়ে গিয়েছে সেগুলিকে লাইনে ফিরিয়ে ট্রেনটিকে সরিয়ে না নিয়ে যে যাওয়ার পর্যন্ত ওই এলাকার ট্রেনগুলিকে ঘুরপথে গন্তব্যে পৌঁছানো হচ্ছে।