পার্থ মান্নাঃ কাঞ্চন মল্লিককে চেনেন না এমন মানুষ বোধয় বর্তমানে খুঁজে পাওয়াতে একটু চাপের। কারণ একদিকে যেমন অভিনেতা হিসাবে জনপ্রিয়তা রয়েছে তেমনি রাজনীতির দুনিয়াতেও রয়েছেন তিনি। এদিকে সদ্য বাবা হওয়ায় সোশ্যাল মিডিয়াতে সর্বত্রই ভাইরাল কাঞ্চন-শ্রীময়ী জুটি। আজকে তাকে সেলিব্রিটি হিসাবে সকলেই চেনেন কিন্তু অনেকেই জানেন না তার অতীতের কাহিনী। কতটা স্ট্রাগল করে তবে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। চলুন আজ জেনে নেয়াও যাক অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের অতীতের কাহিনী।
কাঞ্চন মল্লিকের স্ট্রাগলের কাহিনী
সিরিয়াল থেকে সিনেমা এমনকি ওয়েব সিরিজ সর্বত্রই কাজ করেছেন কাঞ্চন মল্লিক। রোগ ছিপছিপে চেহারা নিয়ে মূলত কমেডি গোছের চরিত্রেই দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। তবে সময়ের সাথে সাথে একাধিক অন্য ধারার চরিত্রেও সফলভাবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। অবশ্য অভিনয়ের এই দীর্ঘ যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না।
প্রথম কাজের পারিশ্রমিক ছিল মাত্র ১০০ টাকা
প্রথাগত ভাবে কোনো অ্যাকটিং স্কুলে তিনি অভিনয়ের শিক্ষা পাননি। ছোট বেলায় বাবার অসুস্থতার কারণে বিভিন্ন ধরণের কাজ করতে শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক। মাত্র ১০০ টাকা জন্যও কাজ করেছিলেন। মদের দোকানের সামনে কোলা কনসেনট্রেটও বিক্রি করেছিলেন। এরপর একসময় সারাদিনের ব্যাস্ততার ফাঁকে একটু নিজের মত করে বাঁচতে থিয়েটারে যোগ। সেখান থেকেই ধীরে ধীরে অভিজয় শেখ। শুরুর দিকে খুব ছোটখাটো পার্ট করার জন্যই ডাক পড়ত তাঁর।
মায়ের মৃত্যুর পরেও হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে
তবে সময় পাল্টায় শিবপ্রসাদ ও নন্দিতার হাত ধরে। জনতা এক্সপ্রেস শোয়ের সঞ্চালকের দায়িত্ব পেয়ে জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপর সিনেমা থেকে সিরিয়ালের পর্দায় বহুবার দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগে জোশ টকের মঞ্চে এসে নিজের অতীতের কাহিনী খোলসা করেন কাঞ্চন মল্লিক।
সেখানেই তিনি জানান, মা মারা যাবার পর দাহকর্ম সেরে যখন প্রোডিউসার ফোন করেছিলেন শুটিং ক্যানসেল করার কন্যা তিনি জানিয়েছিলেন শুটিং ক্যানসেল করলেও মা ফিরবেন না। তাই পরের দিন ফের ক্যামেরার সামনে এসে লোক হাসিয়েছিলেন। এর জন মনে মনে মায়ের থেকে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে স্ট্রাগলের মাধ্যমেই আজ জীবনযুদ্ধে সফল তিনি।