পার্থ মান্নাঃ যে হারে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তাতে বিকল্প আয়ের পথ খুঁজছেন কমবেশি সকলেই। কেউ পার্টটাইম ব্যবসা শুরু করছেন তো কেউ আবার বিভিন্ন ইনভেস্টমেন্ট স্কীমে টাকা লাগাচ্ছেন যাতে কিছুটা আয় বৃদ্ধি করা যেতে পারে। এক্ষেত্রে প্রবীণদের অনেকেই ফিক্সড ডিপোজিট স্কিমকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করেন। সুদের হার কিছুটা কম হলেও নিশ্চিতরূপে রিটার্ন পাওয়া যেতে পারে। কিন্তু প্রতিটা ব্যাঙ্কের ক্ষেত্রেই FD এর ইন্টারেস্ট রেট আলাদা। তাই আজ আপনাদের জন্য রইল সবচেয়ে বেশি সুদ দেওয়া ব্যাঙ্কের তালিকা।
FD তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এই ব্যাংকগুলি
সকলেই জানেন সরকারি ব্যাঙ্ক মানেই তাতে রাখা টাকা একেবারে নিরাপদ। তবে সরকরি ব্যাঙ্কের সেভিংস প্রকল্পগুলিতে সুদের হার অনেক সময় কিছুটা কম হয়। এমতাবস্থায় আরবিআপ অ্যাপ্রুভড বেশ কিছু পাইভেট ব্যাঙ্কে সঞ্চয়ী প্রকল্পের অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে অনেকটা বেশি সুদ পাওয়া যেতে পারে।
বেসরকারি ব্যাংকগুলির মধ্যে HDFC Bank, ICICI Bank, Kotak Mahindara Bank ইত্যাদি ব্যাঙ্কগুলি গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুদের হার প্রদান করে। তবে অনেক সময় বিশেষ অফার চলার দরুণ কিছু বেশি সুদ পাওয়া যেতে পারে। নিচে ১ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটের উপর কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে তার তালিকা দেওয়া হল।
ফিক্সড ডিপোজিট স্কিমেই ৭.৪% পর্যন্ত সুদ
সেভিংস প্রকল্পের কথা বলতে গেলে সবচেয়ে বেশি মানুষের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তার কথা বলতেই হবে। হ্যাঁ ঠিকই ধরেছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর কথাই বলছি। আপনি যদি এসবিআইতে ২ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিট করেন। তাহলে ৭% হারে সুদ পাবেন। তবে সিনিয়ার সিটিজেন হলে সেটা আরও ০. ৫% বেড়ে ৭.৫০% হয়ে যাবে।
এসবিআই এর পর আইসিআইসিআই ব্যাঙ্কের তরফ থেকে ১৫ থেকে ১৮ মাসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.২৫% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। আর প্রবীণদের জন্য অতিরিক্ত সুদ যোগ করে মোট ৭.৮% পর্যন্ত সুদ পাওয়া যাবে।
এদিকে ব্যাঙ্ক অফ বারোদা ৪০০ দিনের ও ইউনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪৫৬ দিনের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৭.৩% সুদ দেওয়া হবে। আর যদি সিনিয়ার সিটিজেনরা ফিক্সড ডিপোজিট করেন তাহলে ৭.৮% পর্যন্ত সুদ পাওয়া যাবে।
এরপর কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ও ফেডারেল ব্যাঙ্ক এর ক্ষেত্রে ৭.৪% পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। তবে Kotak Mahindara Bank এর ক্ষেত্রে ৩৯০ দিনের বেশি দিনের FD করতে হবে। আর যদি Federal Bank হয় তাহলে ৭৭৭ দিনের FD করতে হবে। আর যদি HDFC Bank এ মোটা সুদ পেতে চান তাহলে ৪ বছর ৭ মাসের বেশি বা ৫৫ মাসের বেশিদিনের জন্য এফডি করতে হবে। এই সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রেই সিনিয়ার সিটিজেনদের ৮% পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে।