পার্থ মান্নাঃ সপ্তাহের প্রথম দিনেই দারুণ সুখবর মিলল। এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম। সামনেই বিয়ের সিজেন তাই উপহার দেওয়ার প্ল্যান থাকলে এখনই কম দামে গহনা কিনে রাখতে পারেন। আজ যদি সোনার কেনার প্ল্যান থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক কলকাতায় কত চলছে সোনা ও রুপার রেট।
আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম
আজ যদি কলকাতায় আপনি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে এক গ্রামের জন্য ৭২২০ টাকা খরচ পড়বে। অর্থ্যাৎ ১০ গ্রামের জন্য ৭২ হাজার ২২০ টাকা খরচ হবে ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ২২ হাজার টাকা খরচ হবে। জানলে খুশি হবেন সপ্তাহের শুরুতেই দশ গ্রামে ৫৫০ টাকা ও একশো গ্রামে ৫৫০০ টাকা কমেছে দাম।
আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম
খাঁটি ২৪ ক্যারেট সোনার দাম আরেকটু বেশি। আজ যদি কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ৭৮৭৬ টাকা খরচ পড়বে। সেই হিসাবে দশ গ্রামের জন্য ৭৮ হাজার ৭৬০ টাকা ও একশো গ্রামের জন্য ৭ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা খরচ হবে। তবে এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ৬০০ টাকা ও একশো গ্রামের জন্য ৬০০০ টাকা দাম কমেছে।
আজ কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম
কম দামে সোনা কিনতে চাইলে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। এক্ষেত্রে ১ গ্রামের জন্য ৫৯০৭ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৫৯ হাজার ০৭০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৯০ হাজার ৭০০ টাকা খরচ পড়বে। এই সোনার দামও বিগত ২৪ ঘন্টায় দশ গ্রামে ৪৫০ টাকা ও একশো গ্রামে ৪৫০০ টাকা কমেছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনার পর যে ধাতুর চাহিদা সর্বদাই তুঙ্গে থাকে সেটা হল রুপা। দামে কম হওয়ার কারণে অনেকেই আজকাল রুপার গহনা কিনতে পছন্দ করছেন। আপনিও যদি রুপা কিনতে চান তাহলে আজ ১০ গ্রামের জন্য ৯৩০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৯৩০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ কলকাতায় ৯৩,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে রুপা।