Neem Phooler Madhu Parna disguise as sadhika to rescue Daughhter Puti

পুটিকে বাঁচাতে ছদ্মবেশে ডাকাতদের মাঝে সৃজন-পর্ণা, তারপর? প্রকাশ্যে নিম ফুলের মধুর ধামাকা পর্ব

পার্থ মান্নাঃ স্লট বদল হলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের। আজ অর্থাৎ সোমবার থেকেই বিকেল ৬টা থেকে সম্প্রচার শুরু হবে। তবে তার মাঝেই দর্শকদের জন্য হাজির টানটান উত্তেজনার পর্ব। এতদিন পুঁটিকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল পর্ণা-সৃজন। এবার তাঁর খোঁজ পাওয়া গিয়েছে। ডাকাতদলের কাছে রয়েছে পুঁটি। তবে তাকে উদ্ধার করতে ভোলপাল্টে হাজির পর্ণাও।

পুঁটিকে বাঁচাতে ডাকতদের মাঝে পর্ণা

যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন পর্ণার ক্ষতি করার স্বার্থেই পুঁটিকে কিডন্যাপ করে ডাকাতদের হাতে তুলে দিয়েছে ঈশা। এদিকে পর্ণাও কম যায় না কোনো অংশে। ঠিক পৌঁছে গিয়েছে মেয়েকে উদ্ধার করতে। লাল শাড়ি, মাথায় জটা, সাধিকার বেশে পর্ণাকে চিনতে পারা দায়। তবে পুটি কিন্তু ঠিকই মাকে চিনতে পেরেছে।

ধারাবাহিকে দেখা যাচ্ছে পুঁটিকে মা কালী রূপে পুজো করছে ডাকাত সর্দার। তার কথা অক্ষরে অক্ষরে পালনও করছে। তাই পর্ণাও বুঝতে পারে ঠান্ডা মাথায় কাজ সারতে হবে। মায়ের চরণে ঠাঁই পাওয়ার জন্য অনুরোধ শুরু করে। প্রথমে কেউ এই প্রস্তাবে রাজি না হলেও পুঁটির পা ধররা বাহানায় তাকে ভর হওয়ার মত অভিনয় করে আদেশ দিতে বলে। এরপর আর কি ছোট্ট পুঁটি মায়ের কথা মত ভর হওয়ার অভিনয় করে পর্ণাকে নিজের সাথে রাখতে চায়। ডাকাত সর্দারও দিব্যি সেই দাবি মেনে নিয়েছে।

অবশেষে মেয়ের কাছে পৌছালো পর্ণা

এরপর পুজোর শেষে ঘরে গিয়ে পর্ণা সৃজন ও পুলিশকে সবটা ফোন করে জানিয়ে দেয়। কোনো তাড়াহুড়ো না করে ব্যাকআপ নিয়ে তবেই উদ্ধার করতে হবে বলে জানা যায়। দরজার বাইরে থাকা দুই ডাকাত পর্ণাকে ফোনে কথা বলতে শুনে নিলে সর্দার এসে সার্চ করে। কিন্তু তাতে কিছুই পাওয়া যায় না। তখন পুঁটি জানায় ডাকাতের হাতে আর পুজো নেবে না। জঙ্গলে দুই ভক্ত ঘুরে বেড়াচ্ছে তাদের হাতে পুজো নেবে।

নিম ফুলের মধুর নতুন প্রোমো

এই ভক্তরা আসলে কেউ নয় সৃজন ও পর্ণার ভাই। তারপর তাদেরও ডাকাতের লোকেরা ধরে নিয়ে আসে। বাবা মাকে দেখে সাহস ফিরে পায় পুঁটি। এদিকে জি বাংলার তরফ থেকে নতুন একটি প্রোমো রিলিজ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মা কালী ও শিব সেজে হাজির হয়েছে দুজনে। তারপর কি হবে? সেটা দেখার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X