Indian Idol Season 15 8 of top 15 Participants are Bengali

জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার! ইন্ডিয়ান আইডল সেরা ১৫এর ৮ জন বাঙালি কারা? দেখুন তালিকা

পার্থ মান্নাঃ টিভির পর্দায় যে সমস্ত রিয়ালিটি শো সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম একটি হল ইন্ডিয়ান আইডল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান গায়ক গায়িকারা নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য আসেন এই মঞ্চে। যেখানে বিখ্যাত সমস্ত বিচারকেরা তাদের বিচার করেন। বর্তমানে ‘ইন্ডিয়ান আইডল’ সিজেন ১৫ (Indian Idol Season 15) এর অডিশন পক্রিয়া চলছে। সেখানেই জানা গেল সেরা প্রার্থীদের তালিকায় ৮ জনই নাকি বাঙালি। যেটা বাংলার মানুষের কাছে সত্যিই গর্বের বিষয়।

ইন্ডিয়ান আইডল সিজেন ১৫ এর অডিশন

ইন্ডিয়ান আইডলের নতুন সিজেনের জন্য প্রার্থী বাছাই পক্রিয়া চলছে। যেখানে বিচারক হিসাবে থাকছেন, বিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান। শনি ও রবিবার অডিশন পর্বের সম্প্রচার করা হয়। যেখানে দেখা গেল এবছরের সেরা ১৫ এর তালিকায় মোট ৮ জনই বাঙালি।

সেরা ১৫ এর তালিকায় ৮ বাঙালি

সম্প্রতি সোনি টিভির পক্ষ থেকে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সেরা ১৫ এর তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। যেখান শুভজিৎ চক্রবর্তী, বিস্বরূপ ব্যানার্জী, মানসী ঘোষ, ময়ূরী সাহা, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত, সৃজন পোড়েল ও মিশমি বসুর নাম রয়েছে। সব মিলিয়ে অর্ধেকেরও বেশি বাঙালি। এছাড়া বাকি ৭ জন হলেন, চৈতন্য দেবাধে, জ্যোতিপ্রকাশ ওঝা, ইপ্সিত পাতি, স্নেহা শঙ্কর, অনিরুদ্ধ সুষ্মরম, রিত্তিকা রাজ ও বাস্তব কুমার।

গতকাল অডিশনে মানসীর গাওয়া ‘মার্ডার ২’ এর গান ‘আ জারা করিব সে’ শুনে রীতিমত মুগ্ধ শ্রেয়া ঘোষাল। এদিকে কলকাতার রঞ্জিনী সেনগুপ্তর গানে মুগ্ধ বিশাল দাদলানি। এছাড়া জি বাংলার সারেগামাপা খ্যাত ময়ূরী সাহাও নিজের গানের দক্ষতায় সেরা ১৫ এর মধ্যে নাম লিখিয়েছে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাঙালি প্রতিযোগীদের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই আবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তবে যারা অডিশন দেখেছেন তারা নিশ্চই বুঝতে পেরেছেন যে যোগ্যতার ভিত্তিতেই শতাধিকের মাঝে সেরাদের তালিকায় উঠে এসেছে সকলে। এখন অপেক্ষা আসল যুদ্ধ শুরু হওয়ার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X