পার্থ মান্নাঃ বলিউডের বক্স অফিসে ঝড় তুলে প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছিল দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের সিনেমা পুষ্পা। তারপর থেকেই ‘পুষ্পা ২’ এর জন্য রীতিমত অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ৩ বছর পর ২০২৪ সালের ডিসেম্বর মাসেই সিনেমাটির প্যান ইন্ডিয়া লঞ্চ হতে চলেছে। তবে তার আগে প্রকাশ্যে আসবে ট্রেলার। শুরুতে ১৫ নভেম্বর ট্রেলার আসবে বলে জানা গেলেও সেই তারিখ হটাৎই বদলে দেওয়া হয়েছে। কবে আসছে ‘পুষ্পা ২’ এর ট্রেলার? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
‘পুষ্পা ২’ ট্রেলার রিলিজ । Pushpa 2 Trailer
এতদিন সকলেই জানতেন আগামী ১৫ই নভেম্বর লঞ্চ করা হবে ‘পুষ্পা ২’ এর ট্রেলার। কিন্তু আজ অর্থাৎ ১১ই নভেম্বর ছবির নির্মাতারা অফিসিয়ালি নতুন তারিখ ঘোষণা করেছেন। তারিখ ঘোষণার সাথে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি সহ ক্যাপশনে লেখা রয়েছে, ‘ধামাকা হতে চলেছে সিনেমার সবচেয়ে বড় উৎসব শুরু হওয়ার আগে’।
কখন আসছে ‘পুষ্পা ২’ এর ট্রেলার?
অফিসিয়াল টুইটারে জানানো হয়েছে আগামী ১৭ই নভেম্বর ‘পুষ্পা ২’ এর ট্রেলার প্রকাশ্যে আসতে চলেছে। সন্ধ্যে ৬টা বেজে ৩ মিনিট থেকেই ট্রেলার লাইভ হয়ে যাবে। একইসাথে জানা যাচ্ছে, ট্রেনার লঞ্চের অনুষ্ঠানের জন্য বিহারের পাটনাকে বেছে নেওয়া হয়েছে।
Dropping an EXPLOSIVE BANGER before the MASS festival begins in Cinemas ❤🔥
Experience the MASSIVE #Pushpa2TheRuleTrailer on 17th November at 6:03 PM 🌋🌋
With a Blasting Event at PATNA 💥💥#Pushpa2TheRule#Pushpa2TheRuleOnDec5th
Icon Star @alluarjun @iamRashmika… pic.twitter.com/nCFKC4kYA5
— Pushpa (@PushpaMovie) November 11, 2024
ট্রেলার রিলিজের পর ছবির প্রোমোশনের জন্য দেশের ৭টি শহরে যাবেন অল্লু অর্জুন। পাটনার পর কলকাতা, চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, মুম্বাই ও হায়দ্রাবাদে আসবেন দক্ষিণী সুপারস্টার। তাই স্বাভাবিকভাবেই ইনভেন্টগুলোর জন্য ব্যাপকভাবে উৎসাহী অল্লু অর্জুনের ভক্তরাও।
‘পুষ্পা ২’ এর বাজেট
২০২১ সালে ‘পুষ্পা’র প্রথম পর্বটি রিলিজ হয়েছিল যেটা তৈরির জন্য প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছিল। যার বদলে প্রায় ৪০০ কোটি টাকা আয় হয়েছিল। তবে এবার সেই বাজেট দ্বিগুণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ‘পুষ্পা ২’ তৈরির জন্যই ৫০০ কোটি টাকা খরচ হচ্ছে। এখন অপেক্ষা বক্স অফিসে কত টাকা আয় করতে পারে ছবিটি সেটা দেখার।