পার্থ মান্নাঃ শীতের মরশুম শুরু হলেও ঠান্ডা এখনও সেভাবে পড়েনি। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া জানাচ্ছে আবহাওয়া দফতর। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরী হওয়ায় তাপমাত্রা কমছে না। বর্ষার মত এবার শীত আসতেও দেরি হবে সেটা বোঝাই যাচ্ছে। তবে নিম্নচাপের জেরে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। আজ মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবনের জারি করা আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
সকাল থেকেই কলকাতার আকাশ বেশ পরিষ্কার। কুয়াশার থাকলেও মেঘের দেখা নেই। বেলা বাড়ার সাথে রোদের দেখা মিলবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পৰিমাণ ৫৩% থেকে ৭৬% এর মধ্যে ঘোরাফেরা করবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শেষ প্রকাশিত আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। যদিও বেলা বাড়লে হালকা মেঘের দেখা মিলতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপের জেরে হালকা মেঘাছন্ন হতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং ও কালিম্পঙ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাই আশা করা হচ্ছে শীঘ্রই জাঁকিয়ে ঠান্ডা অনুভব করা যাবে।
আগামীকালের আবহাওয়া
আগমীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া একইরকম থাকবে বলে জানা যাচ্ছে। তাপমাত্রা ১-২ ডিগ্রি কমলেও শীতের অনুভূতি পেতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এদিকে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে। তাই যারা এই সময় উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছেন তারা নিশ্চিন্তে ঘুরতে পারেন।