Big Update on New Garia Saltlake Metro Route work will be completed in next three months says Metro Officials

কলকাতাবাসীদের জন্য সুখবর! কবে থেকে চালু নিউ গড়িয়া-সল্টলেক রুট? সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ

পার্থ মান্নাঃ গোটা কলকাতা শহর জুড়ে জোর কদমে কাজ করে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। বেশ কিছু অংশের কাজ শেষ হলেও কিছু এলাকায় কাজ বাকি যার জেরে সম্পূর্ণ লাইন চালু করা সম্ভব হয়নি। আর এবার নিউ গড়িয়া থেকে সল্টলেক পর্যন্ত মেট্রোর কাজ নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এল।

কতদূর এগোলো নিউ গড়িয়া-সল্টলেক মেট্রোর কাজ?

অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো লাইন চালু হওয়ার জন্য রীতিমত অপেক্ষায় আছেন কলকাতাবাসীরা। আগে ডিসেম্বর মাসেই কাজ শেষ করে লাইন চালু করে দেয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু এখনও কাজ সম্পন্ন হয়ে ওঠেনি। যার জেরে আরও কয়েকমাস পিছোতে চলেছে কাজ।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত সময় লাগতে পারে কাজ শেষ হতে। কাজের দায়িত্বে থাকে সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফ থেকে জানায় হচ্ছে চিংড়িঘাটায় ভায়াডাক্টের কাজ এখনো বাকি রয়েছে। এই কারণেই দেরি হচ্ছে কাজ শেষ হতে।

অরেঞ্জ লাইন কলকাতা মেট্রো

গত ১৫ই মার্চ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। এরপর রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিমি অংশে কাজ চালুর জন্য পরিদর্শনও হয়েছিল কিন্তু চিফ কমিশনের অফ রেলওয়ে সেফটির তরফ থেকে মেট্রো চাউর অনুমতি মেলেনি। সেই সময়ই ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, অরেঞ্জ লাইনের কাজ শুরু হয়েছিল ২০১০ সালে। শুরুর দিকে জমি নিয়ে সমস্যা তৈরী হয়। পরবর্তীকালে সেটার সমাধান হলে কাজ শুরু হয়। এখন অপেক্ষা সম্পূর্ণ কাজ শেষ হওয়ার। তাহলেই একদিকে যেমন নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট যাওয়া যাব। তেমনি নেয়াপাড়া থেকেও এয়ারপোর্ট যাওয়া যাবে। স্বাভাবিকভাবেই এতে যাতায়াতের সময় যেমন কমবে যাত্রী স্বাচ্ছন্দ্যও বাড়বে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X