Government of Jharkhand release their manifesto before Assembly Election 2024

সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ পাবে মেয়েরা! ভোটের আগেই বিরাট প্রতিশ্রুতি রাজ্য সরকারের

পার্থ মান্নাঃ বর্তমান সময় দাঁড়িয়ে একটা ভালো চাকরি পেতে ঠিক কতটা খোককি পোহাতে হয় সেটা চাকরিপ্রার্থীদের থেকে ভালো বোধয় আর কেউ বলতে পারবেন না। তবে যদি সংরক্ষণ থাকে তাহলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমাদের দেশে তপশিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য সংরক্ষণের ব্যবস্থা চালু রয়েছে। তবে এবার জানা যাচ্ছে মহিলাদের জন্যও নাকি বিদেশ সংরক্ষণের পক্রিয়া চালু করবে রাজ্য সরকার!

চাকরিতে নারীদের জন্য ৩৩% সংরক্ষণ

সামনেই একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। এই সময় সরকারের পক্ষ হোক বা বিপক্ষ উভয়ের তরফ থেকেই নানা প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে এবছর সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের প্রস্তাব দিয়ে রীতিমত শিরোনামে উঠে এসেছে ঝাড়খণ্ডের রাজ্য সরকার।

সম্প্রতি ঝাড়খন্ড মুক্তি মোর্চা (JMM) এর নির্বাচনী ইস্তেহার প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে কৃষি, শিক্ষাথেকে নাগরিকদের অধিকার সহ ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া হয়েছে। এরই মধ্যে রয়েছে নারীদের জন্য বিপুল পরিমাণ সংরক্ষণের প্রতিশ্রুতি। যেটাকে বিরোধপক্ষ বা বিজেপি ‘প্রতারণা পত্র’ বলে তোপ দেগেছে।

নির্বাচনী ইস্তেহারে বড় দাবি

আসন্ন ১৩ই নভেম্বর থেকেই ঝাড়খণ্ডে বিধানসভা ভোট শুরু হবে। মোট ৮১টি আসনে ভোট হবে যার প্রথম ধাপ হবে ১৩ই নভেম্বর ও দ্বিতীয় ধাপ হবে ২০ নভেম্বরে। তার আগেই সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে মহিলাদের জন্য সংরক্ষণ ছাড়াও বিনা সুদে কৃষি লোন, MSME উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার হবে বলে জানানো হয়েছে।

রাজ্যে MNREGA প্রকল্পের আওতায় কাজ করলে নূন্যতম ৩৫০ টাকা মজুরি দেওয়ার ঘোষণা করা হয়েছে। একইসাথে ৫০০ সি এম স্কুল অফ এক্সিলেন্স ও ৪৫০০ মডেল স্কুল তৈরী করা হবে বলেও জানায় হয়েছে।

কবে আসবে ভোটের ফলাফল?

দুদফার নির্বাচন শেষ হলেই সকলের নজর থাকবে ভোটার ফলাফলের দিকে। আগামী ২৩ শে নভেম্বরেই ভোট গণনা হবে। তারপরেই জানা যাবে রাজ্যের সরকার বদল হয় নাকি শাসকদল পুনরায় ক্ষমতায় বসে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X