পার্থ মান্নাঃ নভেম্বর মাসের শুরু থেকেই তাপমাত্রা কিছুটা কমেছে। রাতে আর ভোরের দিকে চাদর মুড়ি দিচ্ছেন অনেকেই। তবে বেলা বাড়লেই ঠান্ডা হাওয়া, বাড়ছে তাপমাত্রা। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে অল্প বৃষ্টির সম্ভাবনাও তৈরী হয়েছে কিছু জেলায়। তাহলে আগামীকাল অর্থাৎ বুধবার কেমন থাকবে আবহওয়া? চলুন দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া।
আগামীকালের আবহাওয়া
১৩ই নভেম্বর কলকাতার আকাশ সকাল থেকেই বেশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বিকেলের দিকে আকাশে অল্প মেঘের দেখা মিলতে পারে। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে আগাম জানানো হয়েছিল। তবে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সুখবর হল এই যে তাপমারা এবার কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই বেশ কিছুটা ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণের মত উত্তরের জেলাগুলোতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এবছর নভেম্বরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও উত্তরে সেভাবে ঠান্ডা পড়েনি। তবে এবার দু এক দিনের মধ্যে উষ্ণতার পারদ পড়তে শুরু করবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, এসপ্তাহের শেষের দিকেই শীতের অনুভূতি পাবে বাংলার মানুষ এমনটাই জানানো হয়েছে মৌসম ভবনের তরফ থেকে। কারণ পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া যেমন বাধাপ্রাপ্ত হচ্ছিল তেমনি বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপও বাঁধার সৃষ্টি করছিল। নিম্নচাপ তামিলনাড়ুর দিকে চলে যেতেই এবার উত্তুরে হওয়ার রাস্তা ক্লিয়ার।