Gold Price dropped by 4400 see Gold and Silver Rates today

ফের ৪৪০০ কমল দাম! বিয়ের সিজেনের আগে সবচেয়ে সস্তা সোনা, দেখুন কলকাতায় কত চলছে রেট?

পার্থ মান্নাঃ উৎসবের মরশুম শেষ হতেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। কারণ গতকাল একঘাক্কায় ১৪,০০০  টাকারও বেশি সস্তা হয়েছে সোনা। আর আজ ফের কয়েক হাজার টাকা দাম কমেছে। যারা বিয়ের সিজেনের জন্য উপহার কিনতে চাইছেন তাঁরা এই সময় কিনে নিতেই পারতেন। তবে তার আগে আজ কলকাতায় সোনা ও রুপার দাম কত চলছে সেটা দেখে নেওয়া যাক।

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম

আজ যদি আপনি সোনা কেনার প্ল্যান করে থাকেন তাহলে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৭০৪৫ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭০ হাজার ৪৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা খরচ হবে। তবে খুশির খবর হল গতকালের ভারী পতনের পর আজও দশ গ্রামে ৪০০ টাকা ও একশো গ্রামে ৪০০০ টাকা দাম কমেছে সোনার।

আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম

একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চাইলে একটু বেশি খরচ করতে হবে। ১ গ্রামের জন্য ৭৬৮৫ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭৬ হাজার ৮৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও ২৪ ঘন্টায় দশ গ্রামের জন্য ৪৪০ টাকা ও একশো গ্রামের ৪৪০০ টাকা দাম কমেছে।

আজ কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম

তবে এখনও কম খরচে সোনা কিনতে চাইলে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। যদি সেটা চান তাহলে ১ গ্রামের জন্য ৫৭৬৪ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৫৭ হাজার ৬৪০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৭৬ হাজার ৪০০ টাকা খরচ পড়বে। তবে সুখবর হল আঠেরো ক্যারেট সোনার দামও কমেছে বেশ কিছুটা। দশ গ্রাম ৩৩০ টাকা ও একশো গ্রাম ৩৩০০ টাকা সস্তা হয়ে গিয়েছে।

আজ কলকাতায় রুপার দাম

সোনার বাড়তে থাকা দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকেই রুপা কিনতে পছন্দ করছেন। আর আজ যদি কলকাতায় রুপা কিনতে চান তাহলে ১০ গ্রামের জন্য ৯১০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৯১০০ টাকা খরচ হবে। অর্থাৎ আজ ৯১,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে রুপা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X