How to apply for Nikon Scholarship Program 2024-25

দ্বাদশ শ্রেণী পাশেই মিলবে ১ লক্ষ টাকার স্কলারশিপ, কিভাবে করবেন আবেদন? দেখে নিন পদ্ধতি

পার্থ মান্নাঃ ছাত্রছাত্রীদের পড়াশোনার পথে অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক স্কলারশিপ প্রকল্প ঘোষণা করা হয়েছে। এছাড়াও বেশ কিছু প্রাইভেট সংস্থার তরফ থেকেও বিভিন্ন শ্রেণী ও কোর্সের জন্য শিক্ষামূলক বৃত্তি দেওয়া হয়ে থাকে। আজ এমনই একটি স্কলারশিপ সম্পর্কে জানাবো, যেখানে হবেন করে ১,০০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে।

নিকন স্কলারশিপ পোগ্রাম ২০২৪-২৫ । Nikon Scholarship Program 2024-25

Nikon India Private Limited এর তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। মূলত যারা দ্বাদশ শ্রেণীর পর ফটোগ্রাফি কোর্সে ভর্তি হতে চান তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে? কি ভাবে আবেদন করতে হবে? সমস্ত খুঁটিনাটি তথ্য রইল আজকের প্রতিবেদনে।

আবেদনের যোগ্যতা

১। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২। আবেদনকারী ছাত্রকে অবশ্যই দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে।
৩। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চায় তাদের পারিবারিক বাৎসরিক আয় ৬ লক্ষ টাকার নিচে হতে হবে।
৪। এই স্কলারশিপে আবেদনের জন্য অবশ্যই কোনো ফটোগ্রাফি কোর্স ভর্তি হয়ে থাকতে হবে। কোর্সের সময় নূন্যতম ৩ মাস বা তার বেশি হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স
  • আয়ের শংসাপত্র
  • ফটোগ্রাফি কোর্স ভর্তি হওয়ার প্রমাণপত্র
  • আবেদনকারীর আগের পরীক্ষার রেজাল্ট ও শংসাপত্র
  • কালার পাসপোর্ট ছবি
  • আবেদনকারীর ব্যাঙ্ক স্টেটমেন্ট

আবেদনের পদ্ধতিঃ

➥ যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন তাদের প্রথমেই buddy4study পোর্টালে চলে যেতে হবে। তারপর সেখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

➥ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর “Nikon Scholarship Programe 2024-25” এ ক্লিক করতে হবে। তাহলেই অ্যাপ্লিকেশন পেজ খুলে যাবে।

➥ আবেদনের ফর্ম খুলে গেলে সেটাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। একইসাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে নিতে হবে। তারপর সবটা শুরু থেকে চেক করে সাবমিট করে দিতে হবে।

এভাবে আবেদন করে দেওয়ার পর অপেক্ষা করতে হবে। যদি স্কলারশিপের জন্য আপনি সিলেক্টেড হন তাহে আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত পাঠিয়ে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ : ৩০ শে নভেম্বর ২০২৪ 

আবেদনের অফিসিয়াল লিঙ্ক : Application Link

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X