Actress Roshni Tanwi Bhattacharya left Kon Gopone Mon Bheseche for this reason

আচমকাই বদলে যাচ্ছে মুখ্য চরিত্র! কেন ‘কোন গোপনে মন ভেসেছে’ ছাড়লেন অভিনেত্রী?

পার্থ মান্নাঃ টেলিভিশনের পর্দায় যে সব সিরিয়াল সম্প্রসারিত হয় তার মধ্যে জনপ্রিয় একটি হল জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)। গল্পে শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণুর জুটিকে দেখা যাচ্ছে। তবে আরও একটি চরিত্র বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন নায়ক রণজয়ের পর্দার প্রান্তন প্রেমিকা অহনা তথা অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য।

‘কোন গোপনে মন ভেসেছে’ ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী

শুরুতে জনপ্রিয়তা ব্যাপক থাকলেও মাঝে কিছুটা একঘেয়েমি এসেছিল ট্র্যাকে। যদিও সেসব দূর হয়ে গিয়েছে নায়কের প্রক্টর প্রেমিকার টুইস্ট আসতেই। কিন্তু এবার জানা যাচ্ছে খলচরিত্র থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। কিন্তু হটাৎ সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত কেন? দর্শকদের মনের জেগে ওঠা প্রশ্নের জবাব দিতে নিজেই মুখ খুললেন তিনি।

কেন ধারাবাহিক ছাড়ছেন রোশনি?

আসলে বিগত কিছু পর্বে অনেকেই খেয়াল করেছেন বাকি সকলকে কম বেশি দেখা গেলেও অহনা অর্থাৎ অভিনেত্রী রোশনিকে দেখা যাচ্ছিল না। এরপরেই খবর মেলে আপাতত সিরিয়ালের কাজ থেকে সরে গিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এতে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এমনটা করলেন তিনি।

জানা যাচ্ছে সময়ের অভাবের কারণেই নেই সিরিয়াল থেকে সরে এসেছেন তিনি। আসলে  ‘কোন গোপনে মন ভেসেছে’ এর পাশাপাশি সান বাংলার আরেকটি মেগাটে কাজ করছেন তিনি। কিন্তু সমস্যা হল দুই সিরিয়ালের শুটিংয়ের টাইমিং যেমন ম্যানেজ করা কষ্টকর হয়ে বাজছে তেমনি দুটো স্পটের মধ্যে দূরত্বও বেশ খানিকটা। তাই সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অহনা চরিত্রে দেখা যাবে কোন অভিনেত্রীকে?

রোশনি সিরিয়াল ছাড়লেও গল্প তো আর থেমে থাকবে না। তাই এবার সকলেরই প্রশ্ন তাহলে ওই চরিত্রে কাকে দেখা যাবে। এই প্রশ্নেরও উত্তর মিলেছে। অভিনেত্রী মানসী সেগুপ্তকে দেখা যেতে পারে অহনার চরিত্রে। তবে তিনি কতটা দর্শকদের মন জিততে পারবেন সেটা আগামী দিনেই বোঝা যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X