পার্থ মান্নাঃ ঠিক যেমনটা বলেছিল হাওয়া অফিস তেমনটাই হল। ১৪ ই নভেম্বর পেরোতেই বাংলায় হু হু করে ঠান্ডা ঢুকতে শুরু করেছে। এতদিন পশ্চিমি ঝঞ্জার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছিল উত্তুরে হাওয়া, তবে সেই সমস্যা কিছুটা কেটেছে। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরী হতে পারে। যদিও এখনই কোথাও বৃষ্টির হচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। কাল সপ্তাহের শেষ কর্মদিবস শনিবারে কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবনের জারি করা আগামীকালের আবহাওয়া।
আগামীকালের আবহাওয়া
উত্তুরে হওয়ার প্রবেশ শুরু হতেই বাংলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামীতেও এই ধারা বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হচ্ছে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
১৬ই নভেম্বর শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কলকাতার মতই শুষ্ক থাকবে। তাপমাত্রা কমে যাওয়ার জেরে সকাল থেকেই কুয়াশার দাপট থাকবে। যদিও সেটা বেলা বাড়লে রোদের প্রকাশ হওয়ার সাথে মিলিয়ে যাবে। এরপর পরিষ্কার ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে। আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরবঙ্গেও তাপমাত্রার পতন শুরু হয়েছে। বিগত দুএক দিনে অনেকটাই কমেছে উষ্ণতার পারদ। কোনো জেলাতেই সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে পূর্বাভাস মিলেছে।