পার্থ সারথি মান্না, কলকাতা: আজও সাধারণ মানুষের কাছে মেডিকেল এমার্জেন্সী মানেই বিভীষিকা। একবার কোনো কারণে হাসপাতালে গেলেই লক্ষাধিক টাকা বিলের জেরে দেনায় ডুবে যেতে হয়, এই কাহিনী হামেশাই শুনতে পাওয়া যায়। তবে এবার গরীব মানুষের চিকিৎসা বিনামূল্যে হবে, নাহলে বড় পদক্ষেপ নেওয়া হবে সাফ জানালো সুপ্রিম কোর্ট। কোন হাসপাতালের বিরুদ্ধে এমন ঘোষণা করল সর্বোচ্চ ন্যায়ালয়? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিনামূল্যে গরিবের চিকিৎসা না হলে নেওয়া হবে বড় পদক্ষেপ
আসলে এক টাকা লিজ নিয়ে ১৫ একর জমিতে অ্যাপোলো গ্রুপের তরফ থেকে তৈরি করা হয়েছিল ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল। হাসপাতাল তৈরির সময় শর্ত রাখা হয়েছিল নো প্রফিট নো লস পদ্ধতিতে কাজ করবে এটি। অর্থাৎ গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। যদিও তার কিছুই হচ্ছে না বলেই উঠে এসেছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে।
যেমনটা জানা গিয়েছে, বিনা পয়সার চিকিৎসা তো দূর বেসরকারি হাসপাতালের মতই চালানো হচ্ছিল হাসপাতাল। গরিব মানুষকেও অত্যাধিক খরচ করে চিকিৎসা পেতে হত। যে কারণে অনেকেই চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হতেন। যেখানে ৪০ শতাংশ রোগীর নিখরচায় চিকিৎসা পাওয়ার কথা সেখানে কোন নিয়মই মানা হচ্ছে না। এভাবে নিয়ম ভাঙ্গা হলে AIMS কে দায়িত্ব হস্তান্তর করে দেওয়া হবে বলে জানালো শীর্ষ আদালত।
দিল্লি সরকারের উপরেও ক্ষোভ প্রকাশ শীর্ষ আদালতের
এদিন বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়, গরিব মানুষের কথা না ভেবে দিল্লি সরকার যদি এই হাসপাতালের থেকে উপার্জনের কথা ভাবে তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক। তাছাড়া চুক্তি অনুযায়ী লীজ ছিল 30 বছরের। যেটা ২০২৩ সালে শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে নতুন করে চুক্তি আদৌ হয়েছে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে।
আরও পড়ুনঃ যাত্রী ভোগান্তি অতীত, কলকাতা এয়ারপোর্টে শুরু নতুন পরিষেবা
এক মাস পর হবে শুনানি
এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সহ হলফনামা জমা দিতে বলা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারের তরফ থেকে নিজের তথ্য চাওয়া হয়েছে। আগামী মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে, গরিব মানুষের স্বার্থেই প্রায় ঘোষণা করবে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।