কয়েক ঘণ্টার মধ্যেই হাওয়া বদল, কালবৈশাখীর ঘোরে উত্তাল বৃষ্টি দক্ষিণে! আবহাওয়ার আপডেট

Weather Forecast

কয়েক ঘণ্টার মধ্যেই হাওয়া বদল, কালবৈশাখীর ঘোরে উত্তাল বৃষ্টি দক্ষিণে! আবহাওয়ার আপডেট

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টির দিন প্রায় শেষ। নেপথ্যে ফুঁসছে গরম। ধেয়ে আসবে কয়েক দিনেই (Weather Forecast)। সপ্তাহের শুরুতে সেভাবে দাপট না দেখালেও সপ্তাহ শেষের দিকে কিন্তু নিস্তার নেই। শুষ্ক আবহাওয়ার দিন ঘনিয়ে এল। চলুন জেনে নিই, কী জানা গে হাওয়া অফিসের তরফে?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজ। বিকেলের পর ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবারও একই আবহাওয়া বিরাজ করবে। তারপর বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। তাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গায়। এরপর থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে।

কলকাতার আবহাওয়া

আজ কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর দাপট দেখবে শহরটি। মঙ্গলবারও এ থেকে নিস্তার নেই। একইভাবে দাপট দেখিয়ে যাবে আবহাওয়া। খুব একটা গরম পড়বে না। তবে বুধবার থেকে ফের বাড়বে চিন্তা। ধেয়ে আসবে পাগল করা গ্রীষ্ম। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: একাধিক নিম্নচাপ, ডবল ঘূর্ণিঝড়, মে মাসেই আমফানের থেকেও কিছুর আশঙ্কা! কী বলছে আবহাওয়া দফতর

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা ভাসতে চলেছে। মঙ্গলবারও একই আবহাওয়া বিরাজ করতে পারে। তবে, বুধবারের পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে।

সঙ্গে থাকুন ➥