২০ লক্ষ পেড়িয়ে গিয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে স্কুল নিয়ে ভাবনা থেকেই গিয়েছে প্রশাসনের। কীভাবে স্কুল শুরু করা যায় সে ব্যাপারে একটা আউটলাইন তৈরি হয়েছে বলে খবর। সেপ্টেম্বর- অক্টোবর মাসে খোলা হতে পারে স্কুল। ১০-১২ পর্যন্ত শুরু হতে পারে প্রথম দফা। এরপর ৬-৯ এবং এইভাবে ধাপে ধাপে চলতে পারে ক্লাস। একদিনে একটা সেকশনেই পড়াশুনা করানো হতে পারে।