সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরিকল্পনা! ক্লাস ভিত্তিক শুরু হতে পারে পড়াশুনা

২০ লক্ষ পেড়িয়ে গিয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে স্কুল নিয়ে ভাবনা থেকেই গিয়েছে প্রশাসনের। কীভাবে স্কুল শুরু করা যায় সে ব্যাপারে একটা আউটলাইন তৈরি হয়েছে বলে খবর। সেপ্টেম্বর- অক্টোবর মাসে খোলা হতে পারে স্কুল। ১০-১২ পর্যন্ত শুরু হতে পারে প্রথম দফা। এরপর ৬-৯ এবং এইভাবে ধাপে ধাপে চলতে পারে ক্লাস। একদিনে একটা সেকশনেই পড়াশুনা করানো হতে পারে।

Avatar

Koushik Dutta

X