Koushik Dutta

লকডাউনে ভালো খবর: সোমবার শেষ হল ভারতীয় মেট্রোর বৃহত্তম বায়ু সুরঙ্গ তৈরির কাজ

লকডাউনে যানবাহনের চাকা বন্ধ হলেও জারি ছিল বিভিন্ন উন্নয়ন মূলক কাজ। যেমন কলকাতায় মেট্রোরেলের সম্প্রসারণের কাজ। এখানে এক বড় সাফল্য পেল মেট্রো। কর্মীরা সম্পন্ন করে ফেললেন ভারতের মেট্রো টানেলের গভীর বায়ু সুরঙ্গ তৈরির কাজ। কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে গড়েছে এই ইতিহাস। সুরঙ্গটির গভীরতা ৪৩.৫ মিটার। অর্থাৎ, একটা ১৫ তোলা বিল্ডিং- এর প্রায় সমান উচ্চতা যুক্ত।