Sucsess Story

anita

Success Story: ভারত ছাড়িয়ে বিশ্বের ১০০ টি দেশে রয়েছে ব্যবসা! ট্যালি নির্মাতার সাফল্যের কাহিনী অনুপ্রাণিত করবে

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশে কোটিপতিদের কথা উঠলে প্রথমেই আসে মুকেশ আম্বানি, গৌতম আদানি কিংবা রতন টাটার নাম। কিন্তু জানলে অবাক হবেন ভারতে এমনও একজন সফল ব্যবসায়ী (Successful Businessman) আছেন যাঁর ব্যবসার জ্বাল বিস্তার লাভ করেছে বিশ্বের মোট ১০০টি দেশে। অগাধ সম্পত্তির মালিক সেই ব্যক্তি হলেন ভারত গোয়েঙ্কা (Bharat Goyenka)। 

   

১৯৮৬ সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল দূরদর্শী টেকনোক্র্যাট ভারত গোয়েঙ্কা৷। মূলত ছোট ও মাঝারি ব্যবসার জন্য অ্যাকাউন্টিং অপারেশনগুলি গুলিতে বদল আনাই  ছিল এর মূল উদ্দেশ্য। ভারতীয় উদ্যোগপতি শ্যামসুন্দর গোয়েঙ্কার ছেলে ভারত গোয়েঙ্কাই, প্রথম একটি ইউজার ফ্রেন্ডলি অ্যাকাউন্টিং সফটওয়্যার এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন।

তিনি ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকে সহজ করার পাশাপাশি উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার কথা ভেবেছিলেন। আসলে তিনি চেয়েছিলেন ব্যবসার পদ্ধতি আরও সহজ করার পাশাপাশি এবং উদ্যোগপতিরা আরও শক্তিশালী হয়ে উঠুক।

সাফল্যের কাহিনী,Sucsess Story,সফল ব্যবসায়ী,Successful Businessman,ভারত গোয়েঙ্কা,Bharat Goyenka,ট্যালি,Tally,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখেই ভারত গোয়েঙ্কা অ্যাকাউন্টিং সলিউশন বিকশিত করার সফর শুরু করেছিলেন। তার জন্য তিনি এসএমবিগুলির ব্যবসা পরিচালনাকে আরো সহজ করার কাজ শুরু করে দিয়েছিলেন। তাঁর অদম্য ইচ্ছাশক্তিই তাকে এই ট্যালি (Tally) সলিউশন তৈরিতে উৎসাহী করে তুলেছিল। শুরুতে এই ট্যালি Pyutronix নামেও পরিচিত ছিল। 

আরও পড়ুন: LIC-র গ্রাহকদের জন্য বড় আপডেট! নিজের টাকা বাঁচাতে চাইলে জেনে রাখুন নতুন নির্দেশিকা

সাফল্যের কাহিনী,Sucsess Story,সফল ব্যবসায়ী,Successful Businessman,ভারত গোয়েঙ্কা,Bharat Goyenka,ট্যালি,Tally,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পরবর্তীতে ১৯৮৬ সালে ট্যালি সলিউশন এসএমবিএস (ছোট এবং মাঝারি ব্যবসা)- এর জন্য প্রথম একাউন্টিং প্যাকেজ চালু করে।আর্থিক ক্রিয়াকলাপ স্বয়ংক্রিয় করার জন্য এটি একধিক বৈশিষ্ঠ সম্পন্ন ছিল। বছরের পর বছর ধরে, Tally Solutions ভারতে তো বটেই এমনকি  সারা বিশ্বে ব্যবসার পরিবর্তিত চাহিদা মেটাতে নিজেদের সফ্টওয়্যার উদ্ভাবন অব্যাহত রেখেছে।