রাজ্য এবং রাজ্যপাল সংঘাত পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। যেদিন থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে জগদীপ ধনকড় বসেছেন সেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে তাঁর সংঘাত সকলেরই জানা। বারবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্যপালকে কটাক্ষও করেছে রাজ্য সরকার। সূত্রে খবর, এবার জগদীপ ধনকড়কে পরিবর্তন করে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হতে পারে আরিফ মহম্মদ খানকে। এই আরিফ মহম্মদ খান জাগদীপ ধনকারের থেকেও বেশি চরমপন্থী অর্থাৎ তিনি এলে যে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত আরও বাড়বে তা বলাই বাহুল্য। অপরদিকে মুসলিম ধর্মালম্বী আরিফ খানকে নিয়োগ করে রাখছে সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ বার্তা দিতে চাই কেন্দ্র।