কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর মিটিংয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এরপর তাঁকে দিল্লীতে বদলি করেছিল কেন্দ্র কিন্তু দিল্লি না গিয়ে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন আলাপন। চাকরি ছাড়লেও ওনাকে যে কেন্দ্র অত সহজেই ছাড়ছে না, সেট আবারও প্রমাণিত হল। কেন্দ্রের কর্মীবর্গ দফতর থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর মিটিংয়ে অনুপস্থিতির কারন জানতে চাওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে চিঠির জবাব না দেওয়া হলে, একতরফা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দফতর।