বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হয়েছেন মুকুল রায়। আর তারপরই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তারপর থেকে বিজেপি নেতৃত্বের তরফে বারবার দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবি উঠেছে। এবার উল্টে বিজেপিকে চাপে ফেলতে বিধানসভায় বিরোধী আসনেই বসতে চলেছেন মুকুল রায়। এমনটাই হলে আর মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না। আর এই চালেই বিজেপিকে মাত দিল মুকুল।