মন্দিরের ৫ কিমি এবং হিন্দুবহুল এলাকায় গোমাংস নিষিদ্ধ, নতুন আইন আনলো অসম সরকার

দেশজুড়ে চলছে অবাধে গবাদি পশুদের হত্যালীলা। আর সেই কারণেই গবাদি পশুদের বাঁচাতে নতুন আইন আনতে চলেছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। গোহত্যা এবং বিক্রি ওপর নিয়ন্ত্রণ আনতে বুধবার বিধানসভায় নতুন বিল পাস করল অসম সরকার।

অসমের মুখ্যমন্ত্রী বললেন পুরোনো আইনে গবাদি পশু হত্যা, পরিবহন এবং সংরক্ষণের ব্যাপারে স্পষ্ট কোন ধারণা নেই। আর সেই কারণেই নতুন আইন আনা হচ্ছে এতে সকলেরই ভালো হবে বলে।

নতুন আইনের সুনিশ্চিত ভাবে বলা রয়েছে, যেখানে হিন্দু, শিখ এবং জৈন ধর্মের মানুষ রয়েছে এছাড়াও যেসমস্ত এলাকায় গোমাংস না খাওয়া সম্প্রদায়ের মানুষের বসবাস সেখানে কোনভাবেই গোমাংস বিক্রি বা হত্যার অনুমতি দেওয়া হবে না। এছাড়াও কোন মন্দির কিংবা হিন্দুদের ধর্মীয়স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

Avatar

Koushik Dutta

X