বলিউডের চিত্রনাট্য নকল করে পাকিস্তানে রমরমিয়ে চলছে এই সব ফিল্ম

ভারতের সবথেকে বড় মুভি ইন্ডাস্ট্রি হল বলিউড। তবে এই বলিউড অনেক সময় হলিউড কিংবা দক্ষিণ ভারতের অনেক সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা তৈরি করে। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হল পাকিস্তানের ললিউড আবার হুবহু বলিউডকে নকল করে বেশ কিছু সিনেমা বের করেছে।

পাকিস্তানের মুভি ইন্ডাস্ট্রিকে ললিউড বলা হয়। আর এই ললিউড বহুবার ভারতের বলিউডকে নকল করে একাধিক সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক বের করেছে। যেগুলি পাকিস্তানের বাজারে রমরমিয়ে চলছে এবং ব্যাপক আর্থিক সাফল্য পেয়েছে।

1997 সালে ভারতে মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি ছবি ‘জুদাই’ হুবহু নকল করে পাকিস্তানের ধারাবাহিক ‘মহব্বত তুজে আলবিদা’ তৈরি হয়েছে। এছাড়াও ভারতের ‘সারাভাই ভার্সেস সারাভাই’ এর চিত্রনাট্যের সঙ্গে হুবহু মিলে যায় পাকিস্তানের ‘চনা জোর গরম’-এর চিত্রনাট্য। এছাড়া ভারতের ‘আকেলে হাম আকেলে তুম’ এর নকল করে পাকিস্থানে তৈরি হয়েছে ‘কোই নেহি আপনা।’ এছাড়াও আরও একাধিক ভারতীয় সিনেমার নকল করে পাকিস্তানের তৈরি হয়েছে চিত্রনাট্য। যা পাকিস্তানের বাজারে দারুন আর্থিক লাভবান হয়েছে।

Avatar

Koushik Dutta

X