একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান স্লোগান ছিল ‘খেলা হবে।’ এই শ্লোগান দিয়েই বিপক্ষকে কার্যত কোণঠাসা করে দিয়েছিল তৃণমূল নেতা নেত্রীরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছিল এই খেলা হবে স্লোগান। খেলা হবে স্লোগানের মধ্যে দিয়ে ভোটে কিছুটা হলেও সুবিধা করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস।
তবে এই খেলা হবে স্লোগান আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। খেলা হবে স্লোগান ব্যবহার করে দেশজুড়ে বিজেপি বিরোধী দলগুলি মোদী-অমিত শাহকে জব্দ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের জেলা পরিষদ নির্বাচনে সেখানকার বিরোধী দল সমাজবাদী পার্টি এই খেলা হবে শ্লোগান ব্যবহার করেছে। এছাড়াও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি খেলা হবে ব্যবহার করেছিল।
এবার তৃণমূলের খেলাহবে স্লোগানের পাল্টা বিজেপির তরফ থেকে টুইটারে ‘খেলা নয় চাকরি হবে’ হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করানো হচ্ছে। আর এতে কিছুটা হলেও কোণঠাসা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।