2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ জঙ্গি হামলা হওয়ার পর আফগানিস্থানে সেনা পাঠিয়েছিল আমেরিকা। প্রায় দু’দশক আফগানিস্তানের বিভিন্ন জায়গা মোতায়েন ছিল আমেরিকার সেনা। তবে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরই আফগানিস্তান থেকে সেনা সরানোর ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরতে শুরু করেছে।
আফগানিস্তান থেকে যতই মার্কিন সেনা সরছে ততই আক্রমণাত্মক হচ্ছে তালিবানি জঙ্গি গোষ্ঠী। একের পর এক এলাকা দখল করতে শুরু করেছে তারা। তালিবান জঙ্গিদের সঙ্গে পেরে উঠছে না আফগান প্রশাসন। বুধবার পাকিস্তানের সীমান্ত ঘেঁষা কন্দহর প্রদেশের স্পিন বলডাক শহর দখল করে নেয় তারা।
কয়েক ঘন্টার মধ্যেই আফগান সেনার তরফ থেকে জানানো হয়েছে তারা বলডাক শহর পুনরুদ্ধার করেছে। তবে সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তার দাবি বলডাক শহর এখনও তালিবানের দখলেই।