Arijit

সবসময় মাস্ক পড়া সম্ভব নয়, সমালোচকদের মুখ পুড়িয়ে পন্থের পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি

ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে অন্যতম ঋষভ পন্থ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় দলকে 20 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছিল। আর সেই সময়টা সকলেই নিজের মতো করে উপভোগ করেছেন।

   

সেই ছুটিতে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিল ঋষভ পন্থ। তাই করনা আক্রান্ত হওয়ার পর থেকে সকলেই ঋষভকে নানা ভাবে দোষারোপ করছে। অনেকেই দাবি করেছেন ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েই এমন বিপদ ঘটিয়েছেন ঋষভ। এবার এই প্রসঙ্গে ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, “সেই সময় সকলেই ছুটি কাটাচ্ছিলেন। ইংল্যান্ডে হাজার হাজার মানুষ ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন। সকলের মুখে মাস্ক ছিল না। ভারতীয় দলের ক্রিকেটাররাও ছুটিতে ছিলেন তাই সব সময় পড়ে থাকা সম্ভব নয়।”

উল্লেখ্য, ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়ে হাজার হাজার মানুষের মাঝে মাস্কহীন অবস্থায় ছিলেন পন্থ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন পন্থ নিজেই।