Arijit

হার নিশ্চিত জেনেও মুকুলকে জব্দ করতে রাজ্যসভা নির্বাচনে লড়বে বঙ্গ বিজেপি

বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়ে ভোটের পরে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। আর মুকুল রায়ের এই অন্যায় যোগদান কোনোভাবেই মেনে নিতে পারছে না বঙ্গ বিজেপি। বারবার স্পিকারের কাছে আবেদন করেও ফল পাচ্ছে না বিজেপি। এবার তাই অন্য পন্থা অবলম্বন করল বঙ্গ বিজেপি।

   

দীনেশ ত্রিবেদীর পদত্যাগে খালি হওয়া রাজ্যসভার আসনে জয়ের সম্ভাবনা না থাকলেও প্রার্থী দিতে চায় বিজেপি। মূলত সেই নির্বাচনে দলীয় বিধায়কদের উপরে হুইপ জারি করে দলবদল করা মুকুল রায়ের উপরে চাপ তৈরি করাই হবে বিজেপি-র লক্ষ্য।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার সময় রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেছিলেন দীনেশ ত্রিবেদী। আর সেই আসনেই আগামী 9 ই আগস্ট উপনির্বাচন। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শীঘ্রই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবে।