রাজ্যে চাকরির বেহাল দশা। এরই মধ্যে পাস করা সত্বেও নিয়োগ করা হয়নি হবু কনস্টেবলদের। যার জেরে এবার সরাসরি আন্দোলনের পথ বেছে নিলেন তারা। 2019 সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2020 তে 1800 জনকে নিয়োগ করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে একই সঙ্গে পাশ করার সত্ত্বেও বাকি সাড়ে 6 হাজার কনস্টেবল নিয়োগ করা হয়নি।
বারবার মামলা-মোকদ্দমা করে আটকে দেওয়া হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্ট ৩ মাসের মধ্যে মামলার নিস্পত্তিরও নির্দেশ দেয়। কার্যত এখনও তার ফলাফল মেলেনি সেই সূত্র ধরেই আজ কলকাতায় ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘চাকরি পাওয়ার সত্বেও ভ্যান চালাতে হচ্ছে আমাদের বাঁচতে দিন।’
একটা সময় পর বিক্ষোভকারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এমনকি বেশ কয়েকজনকে পুলিশ ধরেও নিয়ে যান। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রাপ্য চাকরি চাইতে এসে এভাবে পুলিশে অত্যাচারের শিকার হতে হল ভবিষ্যতের কনস্টেবলদের?