বাংলা চলচ্চিত্র জগতে নব্বইয়ের দশকে স্বনামধন্য অভিনেতা হলেন বিপ্লব চ্যাটার্জী। বেশিরভাগ ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করে বাংলার সিনেমাপ্রেমী মানুষের মন জিতে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ‘স্পষ্টবাদী ও একরোখা।’ সোজা কথা সোজা ভাবে বলতে তিনি কখনই ভয় পান না।
এক সাক্ষাৎকারে বিপ্লববাবু পরিষ্কার বলে দিলেন, ‘এখনকার নায়করা নায়ক হওয়ার যোগ্যই নয়।’ একটা কথা ধ্রুব সত্যি যে আগেকার দিনে ছবিতে নায়ক হওয়ার জন্য সুন্দর চেহারা কিংবা স্বজনপোষণের প্রয়োজন পড়তো না। কোন ব্যক্তির অভিনয়ই বলে দিত তিনি নায়ক হবেন নাকি খলনায়ক।
কিন্তু বর্তমান যুগের নিয়মটি সম্পূর্ণ আলাদা, সেটাই স্পষ্ট ভাবে বলেই দিলেন বিপ্লব চ্যাটার্জী। তিনি বললেন, ” এই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী হিসেবে আমার ঠিক কারুর কাজই ভালো লাগে না। অনেকেই অযোগ্য ব্যক্তি হিসাবে নায়ক হয়েছেন।” এই কথার মধ্য দিয়ে বিপ্লব চ্যাটার্জী যে দেব, সোহম, অঙ্কুশকে কটাক্ষ করলে তা বলার বাকি রাখে না।