জনসংখ্যা নিয়ন্ত্রণে মুসলিম বহুল এলাকায় ১ হাজার আর্মি, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হল জনসংখ্যা। দেশজুড়ে প্রবল জনসংখ্যায় ভারতের উন্নয়নে বারবার বাঁধা দিচ্ছে। আর এই জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সবার প্রথমে সরব হয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। তিনি যে জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে বেশ কড়া সেটা ফের একবার প্রমান হল।

অসমের শ্রীঘ্রই ‘পপুলেশন আর্মি’ গঠন করতে চলেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। এই পপুলেশন আর্মি রাজ্যের মুসলিম বহুল এলাকায় গর্ভ-নিরোধক ওষুধ বিতরণ করবে, পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণ-এর জন্য মানুষকে সচেতন করবে।

হিমন্ত বিশ্ব শর্মা সোমবার বলেন, অসমে ১ হাজার যুবকের একটি মজবুত ‘পপুলেশন আর্মি” গঠন করা হবে। যাদের কাজ জন্ম এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করা নিয়ে মানুষকে সচেতন করা এবং গর্ভ-নিরোধক ওষুধ বিতরণ করা।

Avatar

Koushik Dutta

X