টাটাকে এনে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ন্যানো কারখানা গড়ার স্বপ্ন দেখেছিল বামফ্রন্ট কিন্তু বামফ্রন্টের কিছু ভুল নীতির কারণে সেই সময় বেঁকে বসেছিল কৃষকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে তীব্র বিরোধিতা করে টাটাকে পশ্চিমবঙ্গ ছাড়া করে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের রাস্তা পরিষ্কার করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস।
টাটা চলে যাওয়ার পর দীর্ঘ 13 বছরে পশ্চিমবঙ্গে আর কোন বড় শিল্প আসেনি। যার জেরে পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা খুবই খারাপ। দিনের-পর-দিন রাজ্যজুড়ে বেড়েই চলেছে বেকারত্বের হার। যা নিয়ে এবার তৎপর পশ্চিমবঙ্গ সরকার।
বিপাকে পড়ে সেই টাটাকে ফের পশ্চিমবঙ্গে ফেরানোর উদ্যোগ নিয়েছে মমতা সরকার। ইতিমধ্যেই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টাটা গ্রুপের সঙ্গে কথা বলেছেন। তবে প্রশ্ন একটাই যে টাটাকে ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই টাটা কি পশ্চিমবঙ্গে ফেরত আসবে?