করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে এখনো সম্পূর্ণভাবে উঠে যায়নি লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই পালিত হবে বাকরি ঈদ। তবে লকডাউনের মধ্যে ঈদ পালনের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে, ২১ জুলাই সার্বজনীন স্থলে কুরবানি বরদাস্ত করা হবে না। পাশাপাশি কোনও জায়গায় ৫০-এর বেশী মানুষ একত্রিত হওয়া যাবে না।
এছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ” বকরি ঈদে গবাদি পশু, উট এবং নিষিদ্ধ পশুর যেন কুরবানি না হয়। বাছাই করা স্থান আর ব্যক্তিগত জায়গায় যেন কুরবানি দেওয়া হয়। এর বাইরে যেন কুরবানি না হয়।” উল্লেখ্য, উত্তর প্রদেশে গরু-বাছুর, উটের কুরবানি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।