বিজেপির নজরদারি নীতি! পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন মমতা

21 শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে নানাভাবে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে দিল্লি থেকে মোদি সরকারকে উৎখাত করার ডাকও দিয়েছেন তিনি।

সেইসঙ্গে শহীদ দিবসের মঞ্চ থেকে আড়িপাতা-কাণ্ডে মুখ খুলে মোদী-অমিত শাহকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন অভিষেক-প্রশান্ত কিশোরের ফোন ট্যাপ করা হয়েছে। ওদের সঙ্গে আমিও কথা বলি, আমার কথাও ওরা আড়ি পেতে শুনেছে।

কেন্দ্রের বিজেপি সরকার ‘নজরদারি রাষ্ট্র’ গড়তে চাইছে বলে মন্তব্য করে তৃণমূল নেত্রীর দাবি, আড়িপাতার গুরুতর অভিযোগ স্বতঃপ্রণোদিত ভাবে বিবেচনা করুক সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নজরদারিতেই বিশেষ তদন্তকারী দল গড়ার দাবিও তুলেছেন তিনি।

Avatar

Koushik Dutta

X