বর্তমান সমাজে নারীদের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে এবার সরাসরি সামনের সারিতে চলে এলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বললেন নুসরত। তার মতে, কেবলমাত্র সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যাবে না।
অভিনেত্রী-সাংসদের কথায়, দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের প্রতিবাদ করা উচিৎ।
এছাড়াও নুসরাতের দাবি, “নিজেদের ক্ষতগুলোকে লুকিয়ে রাখতে রাখতে মহিলারা নিজস্বতা হারিয়ে ফেলছে। তাই শুরুতেই প্রতিবাদ করা উচিৎ। লড়াই আমাকেই লড়তে হবে। কেউ কারও হয়ে গলা তুলবে না।’’