হাঁটু কাঁপতে শুরু করেছে চীনের! চীন সীমান্তে ভারতীয় সেনা পেল ঘাতক মার্কিন হাতিয়ার

গতবছর লকডাউনের সময় ভারতীয় সেনার ওপর চীনের লাল ফৌজ যেভাবে কাপুরুষের মতো হামলা করেছিল সেটা একেবারেই ভাল ভাবে মেনে নেয়নি দিল্লি। তারপর থেকে আরও অনেক বেশি সর্তকতা অবলম্বন শুরু করেছে দিল্লি। এমনকি চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই অত্যাধুনিক হাতিয়ার সরবরাহ করা শুরু করেছে ভারত। চীনের সেনাকে কড়া হাতে মোকাবিলা করার জন্য বেশকিছু ঘাতক হাতিয়ার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যা শুনে ইতিমধ্যেই চীনের ঘুম উড়ে গিয়েছে।

বেজিং এর ওপর চাপ বাড়াতে দক্ষিণ চীন সাগর সহ বিশাল প্রশান্ত মহাসাগরে আগেই টহলদারি শুরু করেছিল ভারতীয় নৌসেনা। এছাড়াও কেনা হয়েছে অত্যাধুনিক হারপুন। যা ভারতের শক্তি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।

এবার চীনের মোকাবেলা করার জন্য এলএসিতে কর্তব্যরত ভারতীয় জওয়ানদের জন্য অত্যাধুনিক অস্ত্রের অর্ডার দিল নয়াদিল্লি। জানা গিয়েছে লাদাখে ভারতীয় সেনাদের জন্য সিগ সাওর 716 রাইফেল ও সুইস এমপি 9 পিস্তল অর্ডার দেওয়া হয়েছে। এই সমস্ত আগ্নেয়াস্ত্র দিয়ে 500 মিটার দূরে লুকিয়ে থাকা শত্রুর ওপরেও নিখুঁত হামলা করা সম্ভব।

Avatar

Koushik Dutta

X