কাবুল হামলার সঙ্গে জড়িত কেরলের ১৪ জঙ্গি, বড়সড় বিপদের সম্মুখীন ভারত

কয়েকদিন আগেই আফগানিস্তানের রাজধানী কাবুল এয়ারপোর্টে বড়সড় আত্মঘাতী হামলা হয়েছে। আর এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট অফ খোরাসান প্রভিন্সে। জানা গিয়েছে এই জঙ্গী সংগঠনের সঙ্গেই যুক্ত রয়েছেন ভারতের কেরালার 14 জন ব্যক্তি। এদেরকে কয়েক দিন আগেই জেল থেকে মুক্ত করেছিল তালিবানরাই। কাবুল এয়ারপোর্টের সেই আত্মঘাতী হামলায় মৃত্যু ঘটেছে 13 জন মার্কিন সেনাকর্মী সহ 200 জনের।

জানা গিয়েছে 2014 সালে মৌসুলে ইসলামিক স্টেটের কব্জার পর কেরলের কান্নুর, মলপ্পুরম ও কাসরগড় জেলা থেকে কয়েকজন জেহাদিদের সঙ্গে যোগ দিতে ভারত ছেড়ে পালিয়ে ছিলেন। এদের মধ্যে থেকে 14 জন আফগানিস্তান এগিয়ে ISKP-তে নাম লিখিয়েছেন। আর এরাই সরাসরি কাবুল এয়ারপোর্টে বিস্ফোরণের সঙ্গে যুক্ত।

আর এই বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। এই মুহূর্তে নয়া দিল্লির একটাই চিন্তা কেরলের এই সমস্ত বাসিন্দাদের দিয়ে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ করিয়ে তালিবানরা আসলে ভারতের নাম খারাপ করতে চাইছে না তো?

Avatar

Koushik Dutta

X