মমতা বন্দোপাধ্যায়ের গোয়া সফরে একটি সভায় যোগ দিতে গিয়ে প্রশান্ত কিশোরের কিছু মন্তব্য ইতিমধ্যেই ঝড় উঠেছে। আজ অর্থাত শুক্রবার সর্বভারতীয় কংগ্রেসের মঞ্চ থেকে দলের মুখপাত্র পবন খেরা কিশোরকে নিশানা করে বলেন, “আগে আপনি স্পষ্ট করে বলুন আপনি কি। তারপরে দেশের উদ্দেশ্যে বক্তৃতা দিন”।
গতকাল পিকে বলেন, “রাহুল গান্ধী ভাবেন এক বছরের মধ্যে নরেন্দ্র মোদিকে সরিয়ে দেবেন। কিন্তু সেটি বাস্তবে কোনদিন হবে না”। এই প্রসঙ্গে খেরা কটাক্ষ করে বলেন, “সবাই আপনার কাছ থেকে শিখবে। আপনার কাছ থেকে গুরু দক্ষিণা নেবে, এমনটা তো হতে পারে না”। তিনি আরো বলেন, “এই সমস্ত উপদেষ্টাদের কোনো মতাদর্শ থাকে না। এটা কখনও টেবিলের এদিকে থাকে কখনো ওদিকে। এই ভাবে কাজ চলে না”।
প্রশান্ত কিশোর বলেছিলেন, “আগামী বেশ কয়েক বছর বিজেপি দেশের রাজনীতির কেন্দ্রে থাকবে। এই দল এত সহজে কোথাও যাবেনা”। এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র প্রশ্ন করেছেন,” আমরা কি বলেছি বিজেপি মুক্ত ভারত সরকার? আমরা কখনোই বিজেপির মত ভাবি না”।
কংগ্রেস এই প্রসঙ্গে মন্তব্য করলেও তিনি কোনো মন্তব্য করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করুন তিনি এই বিষয়ে উত্তর দিতে সক্ষম। তবে আমার মনে হয় উনি বোঝাতে চেয়েছেন, আমরা যদি ঠিক করে কাজ না করি তাহলে বিজেপি থেকে যেতে পারে”।উল্লেখ্য, গান্ধী পরিবারের সঙ্গে কিশোরের বৈঠকের পর অনেকেই ভেবেছিলেন কংগ্রেসে যোগদান করতে চলেছেন পিকে। কিন্তু কংগ্রেস নেতাদের সঙ্গে এই বাক-বিতণ্ডার পর সেই সম্ভাবনায় তালা ঝুলে গেল।