স্যাটেলাইট ছবিতে ধরা পরল আগামী যুদ্ধের প্রস্তুতি, কাঠ গড়ায় চীন

সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। একটি স্যাটেলাইট ছবির মাধ্যমে জানা গিয়েছে, চীন তিনটি জায়গায় মিসাইল সাইলো বানাচ্ছে। আমেরিকার think-tank ফেডারেশন অফ আমেরিকান সাইন্টিস্ট প্লানেট ল্যাবস এন্ড ম্যাকসার টেকনোলজির দ্বারা উপলব্ধ করানো ছবির ভিত্তিতে দাবি করেছে, উত্তর-মধ্য চীনের ইউমেন, হামি এবং আন্দ্রাসে দ্রুতগতিতে মিসাইল নির্মাণকার্য শুরু করে দিয়েছে চীন

প্রাপ্ত খবর অনুযায়ী, ছবিতে আপাতত তিনটি মিসাইল দেখতে পাওয়া গেছে। কিন্তু FAS দাবি করেছে, চীন কমপক্ষে ৩০০ টি মিসাইল বানানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। FAS বিশেষজ্ঞদের মতে, যেভাবে দ্রুত গতিতে কাজ শুরু করেছে চীন, তাতে বোঝা যাচ্ছে এটা চীন সেনার আধুনিকীকরণের কার্যক্রমের সঙ্গে যুক্ত।খুব সম্ভবত এই সাইলো গুলোর মাধ্যমে পরমাণু হাতিয়া লঞ্চ করা হবে।

FAS প্রতিবেদনে লেখক মঙ্গলবার জানিয়েছেন, এটি চিনের অভূতপূর্ব পরমাণু নির্মাণ। তবে এই মিসাইল গুলি কার্যকর হতে অনেক সময় লেগে যাবে। আর এটাও দেখতে হবে, চিন এই সাইটগুলির ব্যবহার কিভাবে করে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবথেকে বড় মিসাইল সাইলো বলে মনে করা হচ্ছে।

ম্যাট কোর্ডা আর এম ক্রিস্টেন্স আশঙ্কা করেছেন, যেভাবে এই সাইলো বানানোর কাজ শুরু হয়েছে, অদূর ভবিষ্যতে পরমাণু যুদ্ধের দিকে এগোতে চলেছে গোটা বিশ্ব। এই বছরের জুন মাসে প্রথম সাইলো ফিল্ডের কথা প্রকাশ্যে এসেছিল আর জুলাই মাসে দ্বিতীয় সাইলোর কথা উল্লেখ করা হয়েছে। কত তাড়াতাড়ি এই কাজ করছে তা বলাই বাহুল্য। চীনের সাথে আমেরিকা এবং ভারতের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই মিসাইল গুলির খবর প্রকাশ্যে আসায় চিন্তা যে আরও কিছুটা বেড়ে যাচ্ছে তা বলাই বাহুল্য।

Papiya Paul

X