সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী বৈঠক করলেন দুই দেশের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের দলে যোগ দেবার প্রস্তাব দেন এই বৈঠকে। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী এও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নাকি ইসরায়েলের মানুষের কাছে খুব জনপ্রিয়। স্কটল্যান্ডের গ্লাসগোতে জারি একটি সম্মেলনের মাঝে এই দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠক করেন যার কিছু ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর হাত ধরে বলছেন, “আপনি ইজরায়েলের সবথেকে জনপ্রিয় ব্যক্তি। চলুন আমার দলে যোগ দিন”। প্রতুত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র, ‘ধন্যবাদ’কথাটি বলেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রীর এই কথায় উপস্থিত সকলেই হেসে উঠেছেন। কথাটি যে নেহাতই মজার ছলে বলা হয়েছে তা বুঝতে পেরেছেন সকলে।
এই বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী এবং প্রযুক্তি এবং আবিষ্কার নিয়ে একে অপরকে সাহায্য করার কথাও উল্লেখ করেছেন তাঁরা। বৈঠকের পর প্রধানমন্ত্রী কার্যালয় টুইট করে লেখা হয়, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আরো গভীর হচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠক খুব ভালো ভাবে সম্পন্ন হয়েছে। দুই নেতা দেশের মানুষের সুবিধার্থে সহযোগিতার বিভিন্ন পদক্ষেপ মজবুত করার বিষয়ে আলোচনা করেছেন বৈঠকে।
উল্লেখ্য, আফগানিস্তানের সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার চালিয়েছে তালিবান জঙ্গিরা, সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক যে আগামী দিনে ভারতবর্ষের পক্ষে খুবই লাভজনক হতে চলেছে তা বলাই বাহুল্য।