গত বছর বহু মানুষকে হারাতে হয়েছিল চাকরি, নিঃস্ব হয়ে পড়েছিলেন বহু মানুষ। জমিয়ে রাখা পুঁজি শেষ হয়ে গিয়ে অর্থের অভাবে রাস্তায় দাঁড়াতে হয়েছিল বহু মানুষকে। পরিযায়ী শ্রমিকদের কথা তো আলাদা করে বলার কিছু নেই। তবে আস্তে আস্তে সেই দুঃসময় আমরা পেরিয়ে এসেছি। চাকরি থেকে যে ব্যবসা অনেক বেশি ভালো তা বুঝতে পেরেছি আমরা। তাই এবার সরকারের সাহায্য করছে মানুষকে ব্যবসার কাজে। মাত্র পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করলেই আপনি শুরু করতে পারবেন এই ব্যবসা।
ভারতীয়রা বিভিন্ন ধরনের রত্ন পড়তে ভীষন ভালবাসেন, বিশেষত তা যদি হয় মুক্তো। মুক্তো সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয়। এই মুক্তো চাষের ব্যবসা যদি করতে পারেন আপনি, তাহলে অচিরেই লাভবান হতে পারেন। এই চাষ করলে সরকার থেকে পাবেন ৫০ শতাংশ ভর্তুকি। তবে এই ব্যবসা শুরু করার জন্য আপনার প্রধানত তিনটি বিষয় জেনে রাখা এবং থাকা খুবই প্রয়োজন। একটি পুকুর, ঝিনুক এবং উপযুক্ত প্রশিক্ষণ।
অনেক রাজ্যেই মুক্তো চাষের জন্য ঝিনুক পাওয়া যায়। তবে দক্ষিণ ভারত এবং বিহারের ঝিনুকের মান সবথেকে ভালো। মুক্তা চাষের জন্য প্রথমে আপনাকে ঝিনুক গুলিকে একটি জালে বেঁধে পুকুরে রেখে দিতে হবে ১০ থেকে ১৫ দিনের জন্য। নিজেদের উপযুক্ত পরিবেশ তৈরি করে ফেলার পর ঝিনুক গুলির অস্ত্রপ্রচার করতে হবে। অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছাঁচের কনা ঢুকিয়ে দিতে হবে ঝিনুকের মধ্যে।এখান থেকেই তৈরি হবে মুক্তো।
আপনি যদি এক একর একটি পুকুরে ২৫ হাজার মত ঝিনুক নিয়ে চাষ করতে পারেন তাহলে আপনার খরচ হতে পারে ৮ লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনার বার্ষিক আয় হতে পারে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা। বর্তমানে বাজারে মুক্তোর দাম ১২০ থেকে ২০০ টাকা। উল্লেখ্য, উপযুক্ত প্রশিক্ষণ নিতে গেলে আপনাকে যেতে হবে মধ্যপ্রদেশ অথবা মুম্বাইতে। এই দুটি রাজ্যে উপযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।