ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাময়িক অশান্তি তৈরি হয়েছে। এবার এই প্রসঙ্গে কথা বললেন কলকাতা পৌরপ্রশাসক ফিরহাদ হাকিম। রবিবার আলিপুর চেতলা রোডের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দিতে গিয়ে বর্তমান সময়ই চলতে থাকা ধর্মীয় হিংসাকে উল্লেখ করে এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
চলতি বছরে বেশ কিছু জায়গায় যে হিন্দু মুসলমানের সমস্যা তৈরি হয়েছে, তা উল্লেখ করে তিনি বলেন,”সবাই হিংসা হানাহানি করছে আজকের দিনে। কোথাও চলছে হিন্দুবাদের হিংসা, কোথাও আবার দেখা যাচ্ছে ইসলামাবাদ নিয়ে হিংসা। এত কিছুর মধ্যে একমাত্র বৌদ্ধ ধর্ম অবলম্বন করলেই সমাজে শান্তি ফিরে আসবে। আমাদের উচিত এখনো হিংসার পথ ধরে এগোনো”।
রাজ্যের পরিবহনমন্ত্রী আরো বলেন,”বিশ্বজুড়ে এই হিংসাত্মক অবস্থা থেকে আমাদের একমাত্র বাঁচাতে পারে বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধধর্ম একমাত্র পারে মানব জাতি এবং পৃথিবীকে বাঁচাতে”। ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে রীতিমতো জল্পনা-কল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ওয়াকিবহাল মহলের ধারণা অনুযায়ী, পরিবহন মন্ত্রী তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন, কোন ধর্ম মানুষকে হিংসার কথা বলে না।
কিন্তু এই মন্তব্যের মধ্যে অনেকেই ‘দ্য ফেস অফ বুদ্ধিস্ট টেরর’ নামে পরিচিত মুসলিম বিরোধী বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথুর উদাহরণও টেনে এনেছেন। এই ব্যক্তি কট্টর জাতীয়তাবাদী এবং রোহিঙ্গা মুসলিম বিরোধী বক্তব্যের জন্য সকলের নজরে এসেছিলেন। বৌদ্ধ ধর্ম প্রসঙ্গে কথা বলার ছাড়াও সভা মঞ্চ থেকে পেট্রোল-ডিজেলের দাম কমানোর ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন,”উপনির্বাচন হেরে গিয়ে এবার আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ভোটে জিতে যাবার পরেই দাম আরো একবার বাড়িয়ে দেবে তারা”।