রাজনৈতিক স্থানে বেফাঁস মন্তব্য করার কথা নতুন কিছু নয়। তবে কিছু কিছু বেফাঁস মন্তব্য মানুষ সারাজীবন মনে করে দেয়। তাপস পালের কথা মনে আছে? যিনি বেফাঁস মন্তব্য করে মৃত্যুর আগের দিন পর্যন্ত সমালোচিত হয়েছিলেন। সারা জীবনের ভালোবাসা শুধুমাত্র একটি বেফাঁস মন্তব্যের জন্য শেষ হয়ে গিয়েছিল। তবে মহিলা নেত্রীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার বিষয়টি এবার নতুন, সাথে গুরুতর অপরাধ। আর এমনই একটি কাজ করে চরম বিতর্কে জড়িয়ে পড়লেন বনগাঁ দক্ষিনের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
শুক্রবার তৃণমূলের মহিলা নেত্রী তথা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকারকে রীতিমতো হুমকি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। শুক্রবার পেট্রোল এবং ডিজেলের ভ্যাট কমানোর দাবি নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল গোপালনগর থানার নহাটা বাজারে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বপন মজুমদার। সভা থেকে বক্তিতা দেওয়ার সময় তিনি সরাসরি তৃণমূল নেত্রী আলোরানী সরকারকে হুমকি দিয়ে বলেন,”আস্ত শরীর নিয়ে এলাকায় আর ফিরতে পারবেন না”।
তিনি আরো বলেন, “আমাদের কোনো কর্মীর গায়ে যদি হাত লাগানো হয়, বা মিথ্যা মামলায় ফাঁসানো হয়, তাহলে তুমি আস্ত শরীর নিয়ে এলাকায় ফিরে যেতে পারবে না। তোমার স্বামী তোমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ভারতে আসার পরও তুমি লাথি খেয়েছো। এবার এখানে এসে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছো”।
শুধুমাত্র আলোরানী সরকারকে নয়,তৃণমূল নেতাদের চরম হুমকি দিয়ে বিজেপি বিধায়ক বলেছেন,” তৃণমূলের কোন নেতা যদি দাদাগিরি দেখাতে আসে তাহলে তাদের মেরে শেষ করে দিন। আমার কাছে আসবেন না কোনো অভিযোগ নিয়ে। যদি মামলা হয় তাহলে আমি ছাড়াতে যাব অবশ্যই”।
অন্যদিকে এই প্রসঙ্গে আলোরানী সরকার বিজেপি বিধায়ককে কটাক্ষ করে বলেন, “একজন সোনা এবং গাজা পাচারকারী, যিনি কিনা জেল খেটেছেন। যার নূন্যতম শিক্ষার নেই, তার থেকে এমন কিছুই আশা করা যায়”।